আমাদের কথা খুঁজে নিন

   

অর্থনীতে রাসূলে কারীম (সা) যে নতুন বিষয়গুলি প্রবর্তন করেছিলেন সেগুলি হলো-



১। হালাল উপায়ে উপার্জন ও হারাম পথ বর্জন ২। সুদ উচ্ছেদ ৩। ব্যবসায়িক অসাধুতা উচ্ছেদ ৪। যাকাত ব্যবস্থার প্রবর্তন ৫।

বায়তুলমালের প্রতিষ্ঠা ৬। মানবিক শ্রমনীতির প্রবর্তন ৭। ওশরের প্রবর্তন ও ভূমিস্বত্ব ব্যবস্থার ইসলামীকরণ ৮। উত্তরাধিকার ব্যবস্থার যৌক্তিক রূপদান ৯। ন্যায়সঙ্গত রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিধান, এবং ১০।

সামাজিক কল্যাণ ও নিরাপত্তা ব্যবস্থার প্রবর্তন। উল্লেখিত বিষয়গুলি সম্পর্কে আলোচনা করলে বোঝা যাবে, এসব কর্মসূচী তৎকালীন অর্থনীতিকে কি প্রবলভাবে নাড়া দিয়েছিল, বৈশিষ্ঠ্যের দিক হতে কি সুদূর প্রসারী ও প্রগতিশীল চরিত্রের ছিল এবংদেশের আপামর জনসাধারণের সাগ্য উন্নয়নে কি বিপুল সহায়ক হয়েছিল। এই আলোচনা হতে বর্তমানে প্রচলিত অন্যান্য অর্থনৈতিক মতবাদের সঙ্গে ইসলামের অর্থনীতির মৌলিক পার্থক্য ও সুস্পষ্টভাবে ধরা পড়বে। উপরন্ত ইসলামই যে বিশ্ব মানবতার একমাত্র মুক্তিসনদ একথা সুনিশ্চিতভাবে প্রমাণ করবে রাসূল (সা) প্রদর্শিত এই বিশেষ পদক্ষেপগুলি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।