আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউ- I, Robot (2004)

আমি নীল, আমি কালো, আমি মন্দ হয়েও ভালো বিভ্রান্ত করার জন্য প্রায়ই একটা প্রশ্ন করতে শোনা যায়,"একটা ডুবন্ত নৌকায় আপনার মা এবং আপনার শিশু সন্তান রয়েছে,আপনি একজঙকেই বাঁচাতে পারবেন। কাকে বাচাবেন আপনি? প্রশ্নটা আমি একটু পালটে দিই। এক ডুবন্ত নৌকায় বিজ্ঞানী আইন্সটাইন আর একটি দুই বছরের অপরিচিত ফুটফুটে শিশু রয়েছে,আপনি কাকে উদ্ধার করবেন? লজিক বলবে আইন্সটাইন কে বাচানোর কথা। আর মানবতা বাঁচাতে চাইবে শিশুটিকে। তাত্ত্বিকভাবে আইনস্টাইন এর প্রয়োজনীয়তা অনেক বেশি, কিন্তু মানবতার পাল্লায় একটি শিশুর জীবন তার চেয়েও মুল্যবান।

একারনেই পুলিশ অফিসার ডেল স্পুনার(উইল স্মিথ) রোবট বিদ্বেষী। গল্পটি ভবিষ্যতের পৃথিবীর। মানুষের বিশ্বস্ত সঙ্গী হিসেবে ঘরে ঘরে- কল কারখানায়-ব্যবসা প্রতিষ্ঠানে রোবট ব্যবহৃত হচ্ছে। রোবটিক্সের জয়জয়কারের পিছনে যেই বিজ্ঞানীর অবদান, সেই আলফ্রেড লেনিং এর রহস্যময় মৃত্যুর তদন্ত করার ভার পড়ে স্পুনারের উপর। স্পুনার এমন কিছু সুত্র পায় যা এই মৃত্যুর সাথে রোবট দের জড়িত থাকার ইঙ্গিত বহন করে।

কিন্তু বিজ্ঞানী লেনিং এর রোবটিক্স ল অনুযায়ী রোবটদের এমন ভাবে প্রোগ্রাম করা হয়েছে যে, রোবট দ্বারা মানুষের ক্ষতি হওয়া অসম্ভব। লেনিং এর মৃত্যুর রহস্যের জট আমি আর খুলছিনা, বাকি টুকু দেখে নিন ফিল্ম থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এককালের সবচেয়ে ব্যয় বহুল-ব্যবসা সফল আর অবশ্যই সুনির্মিত একটি সিনেমা এটি। পুরাতন সাইফাই সিনেমা গুলোর অ্যানিমেশন আমাদের কাছে চমকপ্রদ মনে হয়না বলেই প্লট এবং মেকিং যথেষ্ট শক্তিশালী হতে হয়। আই রোবট কে সেক্ষেত্রে ফুল মার্কস দিতে হয়। এছাড়া উইল স্মিথের কাস্টম মেড অডি গাড়ী, ভিন্টেজ কনভারস জুতো- ছোট ছোট এই জিনিশ গুলো সোনায় সোহাগার মত ফিল্ম টিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে।

কাজেই জমজমাট অ্যাকশন, আর সাইফাই গল্পের সাথে রহস্যের ভাঁজ খোলার স্বাদ নিতে দেরী না করে দেখতে বসে যান আই রোবট। (বিফলে মুইল্ল ফেরত) মুভির নামঃ I, Robot (2004) http://www.imdb.com/title/tt0343818/ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.