মানুষ সব পারে কিন্তু একজন মানুষ সব পারেনা ।
১.
তোমার ভালোবাসা আজ মলাটে বাঁধা বই !
রেখে দিয়েছি যতনে কিন্তু পড়ব পড়ব করেও পড়া হচ্ছেনা ।
শেষ সম্পাদনায় কালিগুলো কেমন ছড়িয়ে ছড়িয়ে গেছে, মোটেও ভালো লাগেনি ।
অনুগ্রহ করে পরবর্তী সম্পাদনায় প্রথম সম্পাদনাকে অনুসরন করবে,
আমি মলাটখুলে আবার পড়তে চাই......
২.
আর কতটা স্বপ্ন নিবি বল ?
রংতুলিতে আচর দিয়ে
সাদা মেঘের শুভ্র নিয়ে
শুকনো পাতার মচড় মচড়
লাগছে কানে তাল !
আর কতটা দুঃখ নিবি বল ?
৩.
যাবার সময় তোমার হাতে টুকরো ধুম্রজাল
রক্ত বর্ণ আমার চোখে বিষন্ন মহাকাল
আমি ত্রসরেণুর ধাঁধা !
৪.
নগরের ঝারবাতিগুলো জ্বলছে
দিনে সূর্য্য জ্বলেছিল, এখন আমিও জ্বলছি !
৫.
সেই সন্ধ্যার আলোহীন রাস্তাটা কোনোদিন জ্বলেনি
কালও জ্বলেনি
আজ জ্বলবে !
তুমি আসছো, তুমি আসবে !
৬.
আজ কদিনেই মন ভাল নেই
আর কত কি ভাববো
নতুন নতুন অভিজ্ঞতায়
লিখছি বিরসাকাব্য ।
৭.
আজ রাতটা রাতই থাকুক
ভোরটা না হয় অন্যদিন
চাঁদের নেশায় বুদ হয়েছি
কাব্য দিয়ে শুধবো ঋণ ।
৮.
শব্দ করুক খেলা
পটপটিয়ে চটপটিয়ে
কাটুক সারাবেলা
মুগ্ধ হয়ে মেঘে মেঘে ক্লান্তি আমার হেলা
গুড়গুড়িয়ে মেঘটা ডাকুক
কাটুক সারাবেলা । ।
এগুলো আসলে আমার ফেসবুক স্ট্যাটাস । আপনাদের সাথে শেয়ার করলাম আরকি । কেমন লাগলো জানালে খুশি হব ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।