আমাদের কথা খুঁজে নিন

   

স্বকর্মক ক্রিয়ার অকর্মক কাব্যমালা

মানুষ সব পারে কিন্তু একজন মানুষ সব পারেনা । স্বকর্মক ক্রিয়ার অকর্মক কাব্যমালা ১ বিলবোর্ডে দুটি মুখ খুব চেনা বাতাসেই ঢেকে যায় বেশী চেনা মুখটি, বিলবোর্ড ছিড়ে ফেলে । থাকে অপেক্ষাকৃত কম চেনা মুখটি আর আমাকে বাঁচিয়ে রাখে, বড় হতে শেখায় । চাচার থেকে বাবার মুখটি একটু বেশীই চেনা হয় ! ২ দুটি বিষবৃক্ষ পাশাপাশি বেড়ে ওঠে আর আমি তখন বিষবৃক্ষের মালি । কালক্ষেপনে তাদের মৃত্যু হলেও এখনো আমিই পরিচর্যা করি, তাদের বেঁচে থাকার দাবি নিয়ে তারা আমাকে বাঁচার স্বপ্ন দেখায় আমিও যে বিষবৃক্ষ ।

৩ পাখির বাসা থেকে তার খুঁটে নিয়ে ঘর বেঁধেছি । কোন এক ঝড়ে আমার ঘর ও ভেঙে যাবে, দ্বিধাহীন স্বরে পাখি বলবে, “কুড়িয়ে পাওয়া বেলায় তুমি হারিয়ে গেছো, আমার ঘর আমিই বাঁধব” । ৪ ভালোবাসা একটা সমকোণী ত্রিভুজ যেখানে প্রেমিকারা সবসময় সমকোণে অবস্থান করে । আর প্রেমিকরা সূক্ষকোণ দুটোতে অবস্থান করে আর প্রতিনিয়ত পরিবর্তিত হয় । ........ সমকোণে বসে প্রেমিকারা এই পরিবর্তন প্রমাণ করে ।

৫ নই আজ কুন্ঠিত, নই আজ ভীত কিংবা সমাজচ্যুত । দাবি ছিল মুক্তির, দাওনি । হারিয়ে যাওয়া কাব্যিকদের ভিড়েও কাব্য বেঁচে থাকে আর তুমি মুক্তি দাওনি বলেই আমার কাব্য বেঁচে থাকবে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।