আমাদের কথা খুঁজে নিন

   

IRON MAIDEN এর গান These colors don’t run নিয়ে কিছু টুকরো কথা..

I deem them mad because they think my days have a price... Iron maiden আমার কাছে গানের ঈশ্বর। খুব বেশি কিছু ওদের নিয়ে আমি বলবনা কিন্তু এটুকু বলব যে, যে কয়টা ব্যান্ডের গান চানা চানাচুরের ঠোঙ্গায় নিয়ে খাওয়া যায়,চিবানো যায়,ঘুমানো যায়,পাগলের মত চিল্লানো যায়,লিরিক্স পড়তে পড়তে সমাজের প্রতি ক্রোধে ফেটে পড়া যায় তাদের মধ্যে iron maiden সবার আগে,এর চৌহদ্দির মধ্যে কেউ নেই। খুব পছন্দের একটি গান নিয়ে টুকটাক কিছু কথা বলতে ইচ্ছে করছে। গানটা হল a matter of life & death এ্যালবামের These colors don’t run। গানটির শুরু একজন মানুষকে দিয়ে যে খুব প্রিয় মুখগুলো ছেড়ে যাচ্ছে যুদ্ধের ময়দানে।

এই যাত্রায় কাছের মানুষ গুলো হয়তো অপেক্ষা করে থাকবে দিনের পর দিন,কিন্তু তার গন্তব্য হতে ফেরা একেবারেই অনিশ্চিত,হয়তো এটাই শেষ দেখা। It's the same in every country When you say you're leaving Left behind the loved ones Waiting silent in the hall যুদ্ধের সংজ্ঞা আমাদের কাছে অনেক রকম হতে পারে। হতে পারে যুদ্ধ দেশ রক্ষার, পুরনো স্মৃতির হাত ধরে আসা কোন প্রতিশোধের আর সম্মান রক্ষার,অথবা শুধুই রুটি রুজি উপার্মাজনের মাধ্যম। যুদ্ধের সংজ্ঞা আর প্রয়োজনীয়তাকে মহৎ করার চেষ্টা সভ্যতা আর বিজয়ী দল সবসময় করে এসেছে। সময়,পরিস্থিতি আর প্রয়োজন বিভিন্ন সময় যুদ্ধকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করে বা করতে চায়।

For the passion, for the glory For the memories, for the money You're a soldier, for your country What's the difference, all the same কিন্তু যুদ্ধের মানে জখম,খুন,আর রক্ত ছাড়া কি হতে পারে??রক্তের লালদাগ যে কোন কালেই যুদ্ধের ময়দান থেকে শুকায় নি। যুদ্ধ মানেই ধুলোয় পড়ে থাকা কাতরাতে থাকা আহত সৈনিক,খণ্ডিত মাথা আর রক্ত মাখানো জামা—সব যুদ্ধের মানে এটাই। এখানে অন্য কোন মানে নাই,পুরো গানের মুল থিম আমার কাছে এটাই মনে হয়েছে। অবশ্য গানে এইসব যুদ্ধের সব দোষ আমাদের ঘাড়ে চাপানো হয়নি। আমাদের রক্তখেকো পূর্বপুরুষদের কটাক্ষ করা হয়েছে যুগযুগ ধরে চলে আসা যুদ্ধগুলোর দায়ে।

Far away from the land of our birth We fly a flag in some foreign earth We sailed away like our fathers before These colours don't run, from a cold bloody war আসলে পৃথিবীর যুদ্ধ গুলো কখনই আমাদের সাধারনের যুদ্ধ নয়। যুদ্ধ কখনই প্রজার হয় না,প্রজার জন্য হয়না। সব যুদ্ধই রাজার,কিন্তু তাতে লাশ হবে প্রজারা,হাত পা ভেঙ্গে যাবে প্রজার,বেনামী একটা কবরে তারা শুয়ে থাকবে দিনের পর দিন। Crashed the human wave Paying for my freedom with your Lonely unmarked graves গানটা শুনতে শুনতে প্রায়ই মনে হয় পৃথিবী নামক খুব অস্বাভাবিক একটা জায়গায় আছি আমরা। এর ইতিহাস মৃত্যুর ইতিহাস আর রক্তের ইতিহাস।

অথচ এমন একটা পৃথিবী আমরা কখনই আশা করিনি, এটা আমাদের জন্য ও নয়। খুব অদ্ভুত বিষয় যে আমরা মানুষরা ভাল-খারাপ সবকিছুর সাথে খুব তাড়াতাড়ি অভ্যস্ত হয়ে পড়ি। ইরাক,আফগানিস্তান আর সুদানে হাজার মানুষের মৃত্যুর খবর শুনে আমরা শুধু একবার বলি-ওহ!! ব্যাস শেষ। আমাদের সব দায়িত্ব যেন পালন করা হয়ে গেল ওই একটা "ওহ" -তেই। সবকিছুই সেলুকাস।

গানটার লিরিক্স Smith , Harris , Dickinson তিনজনের মিলে করা। স্যালুট টু দেম। আর ডিকিংসন রে নিয়া কি বলব??সবসময় যেমনে আমারে আউলা ঝাউলা কইরা রাখে এইখানেও তেমন। এম পি থ্রি ডাউনলোড লিঙ্ক  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।