আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে আসার জবাবদিহি

সত্যই সুন্দর এবং সুন্দরই জীবন। অনেক অনেক দিন পর ব্লগে আসা। এ আসাটা একটি ইতিহাস। তা ধীরে ধীরে হয়তো বলবো। প্রায় পৌণে এক বছর ব্লগ থেকে হারিয়ে ছিলাম।

হৃদয়ের ভেতর লেখার প্রেরণায় আবার খুঁজে নিলাম ব্লগিং। এতোদিন কেন ব্লগ-বন্ধুদের মাঝে আসা হয়নি, তা বলছি- গত বছর ব্লগিং করেছি বাবার দেয়া কম্পিউটার আর দিদির খরচের ইন্টানেট চার্জ দিয়ে। সময়ের পরিক্রমায় বাবা ও দিদিকে হারাতে হলো। দিদির স্নেহের নাগ পাশ ছিঁড়ে বাবার বাড়ী ছাড়তে হলো। আমি এখন একজন সুপুরুষ ও সুন্দর মনের ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষের বউ।

গতকাল সে ইন্টারনেটের সংযোগ এনেছে আর কম্পিউটারখানি কিনেছে গত জানুয়ারীর মাঝামাঝি সময়ে। আমার স্বামী এবং সুন্দর বন্ধু একটি অর্থনৈতিক প্রতিষ্ঠানে মধ্যম মানের একটি চাকুরী করেন। তিনি প্রত্যহ নামাজ না পড়লেও শুক্রবার মসজিদে যান। বুঝতে পারছেন, আমি কী বলতে চেয়েছি ? আমার বাবা-মা আমার প্রতি খুবই রাগ। বাড়ী থেকে বের হবার পর বাবাকে আর দেখেনি।

তার সাথে কথাও বলা হয় না। যদিও মা মাঝে মাঝে লুকিয়ে আমার বাসায় আসেন। এমন ভাবে মা আসেন, যেন অজানিত এক অন্ধকার গুহার ভেতরে তিনি প্রবেশ করছেন। যখন আসেন বড় ঘোমটা দিয়ে তাঁর সিঁথির লাল টকটকে সিঁদুরটুকু ঢেকে আসেন। লম্বা হাতার জামা পড়েন।

শাঁখা দু’টা জামার হাতায় লুকিয়ে রাখেন। কেন এমন করেন জানিনা। আমার স্বামী আমার মাকে যথেষ্ট সম্মান ও ভক্তি করেন। পা ছুঁয়ে সালাম করেন। মা তখন বড্ডো কুন্ঠিত হয়ে পড়েন।

মা ছাড়া বাড়ীর কারোর সাথে আমার এখন যোগাযোগ নেই। আমার স্বামীর বিরাট হৃদয়ের অনুমতি নিয়েই আজ অনেকদিন পর ব্লগে আসা। চেষ্টা করবো সকল বন্ধুদের সাথে থাকার। আর হ্যা, আমি এখন আলিফ, বা, তা, ছা শিখছি ওস্তাদজীর কাছে। বয়স্ক হুজুর সাহেব আমাকে অনেকক্ষন সময় দিয়ে পড়ান।

কথার আগে পড়ে ‘মা’ ‘মা’ করে আমাকে ব্যতিব্যস্ত করে তোলেন। খুব দরদ দিয়ে পড়ান। দশটা সুরা মুখস্ত করায়েছে। যদিও একমাত্র সুরা ফাতেহা ব্যতিত আর কোনটাই সঠিক ভাবে মনে করতে পারি না। হুজুর সাহেব আমাকে খুব সাহস দেন- ‘ পারবে মা।

মানুষের অসাধ্য কিছুই নেই, মা। আল্লাহ তোমাকে সঠিক পথে আসার জ্ঞান দিয়েছেন মা। মা, আল্লাই তোমাকে আলোকিত করবেন মা। ’ (চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.