আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন কাণ্ড দেখে বিড়ালছানার, রাগে খালি ঘামছি থাপড় দিলাম আস্তে করে, ওমনি দিল খামছি খাবার বেলা মেঁ মেঁ করে, প্লেটে দিবে হাত ইঁদুর ধরার নাম নেই, ঘুমিয়ে কাটায় রাত ভীষণ পাজি বিড়ালছানা, থাকবে ফাঁকে ফাঁকে একটুখানি আদর দিলে, গুড়গুড়িয়ে ডাকে ভাবছি এখন এই ছানাকে, ক্যামনে দেবো বিয়ে হাতে যদি পাত্র থাকে, আসেন তো ভাই নিয়ে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।