সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না.... কুরশিনামা ঈশ্বরকে ডাক দিলে মাহফুজা সামনে এসে দাঁড়ায় আমি প্রার্থনার জন্য যতবার হাত তুলি সন্ধ্যা বা সকালে সেই নারী এসে আমার হৃদয় মন তোলপাড় করে য়ায় তখন আমার রুকু আমার সেজদা জায়নামাজ চেনে না সাষ্টাঙ্গে ভূলুণ্ঠিত হই এ মাটিতে উদ্গম আমার শরীর এভাবে প্রতিটি শরীর বিরহজনিত প্রার্থনায় তার স্রষ্টার কাছে অবনত হয় তার নারীর কাছে অবনত হয় আমি এখন রাধার কাহিনী জানি সুরা আর সাকির অর্থ করেছি আবিষ্কার নারী পৃথিবীর কেউ নও তুমি তোমাকে পারে না ছুঁতে আমাদের মধ্যবিত্ত ক্লেদাক্ত জীবন মাটির পৃথিবী ছেড়ে সাত-তবক আসমান ছুঁয়েছে তোমার কুরশি তোমার মহিমার প্রশংসা গেয়ে কী করে তুষ্ট করতে পারে এই নাদান প্রেমিক তবু তোমার নাম অঙ্কিত করেছি আমার তছবির দানা তোমার স্মরণে লিখেছি নব্য আয়াত আমি এখন ঘুমে জাগরণে জপি তোমার নাম। দেবী এই তো সেদিন ভূমিষ্ঠ হলো তোমার ইঞ্চিতেরো নারীর শরীর সেদিন পারনি ঢাকতে নিজেরই অসহায় নগ্নতা আমার মমত্ব তোমাকে করেছে মহান দক্ষিণ তর্জনী ধরে শিখিয়েছি হাঁটা সেদিন কে জানতো বলো তোমার এমন সাহস এতটুকু শরীর এমন শক্তির আধার এরচে বেশি নয় ইংল্যান্ডের রাণীর ক্ষমতা এখন আমার মনে হয় মাহফুজা তুমি তো দেবী আর আমরা তোমার গোলাম তাই নিজ হাতে মূর্তি গড়েছে আমার ভাস্কর অর্ঘ্যের যোগ্য করে গেঁথেছে মালা তোমার পূজারী অথচ দুর্মুখরা বলে কি জানো আমার চোখের সামনে তুমি নাকি উঠেছ বেড়ে আমি নাকি দেখেছি তোমার নগ্নতা আমার চেয়ে তুমি নাকি দেড়কুড়ি বছরের ছোট এর পরেও তোমাকে ভাবতে পারি কি করে এমন তোমার কি জানা আছে মাহফুজা এইসব মূর্খদের জবাব যারা তোমাকে খণ্ডিত করেছে এমন তুমি তো পাঁচ হাজার বছর আগের মাহফুজা তুমি তো পাঁচ লাখ বছর আগের মাহফুজা তুমি তো সৃষ্টির প্রথম মাহফুজা আমি চাই, পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক তোমার শাসন। এবাদত মাহফুজা তোমার শরীর আমার তছবির দানা আমি নেড়েচেড়ে দেখি আর আমার এবাদত হয়ে যায় তুমি ছাড়া আর কোন প্রার্থনায় আমার শরীর এমন একাগ্রতায় হয় না নত তোমার আগুনে আমি নিঃশেষ হই যাতে তুমি হও সুখী তোমার সান্নিধ্যে এলে জেগে ওঠে প্রবল ঈশ্বর তুমি তখন ঢাল হয়ে তাঁর তির্যক রোশানি ঠেকাও তোমার ছোঁয়া পেলে আমার আজাব কমে আসে সত্তরগুণ আমি রোজ মকশো করি তোমার নামের বিশুদ্ধ বানান কোথায় পড়েছে জানি তাসদিদ জজম আমার বিগলিত তেলওয়াত শোনে ইনসান তোমার নামে কোরবানি আমার সন্তান যূপকাঠে মাথা রেখে কাঁপবে না নব্য-ইসমাইল মাহফুজা তোমার শরীর আমার তছবির দানা আমি নেড়েচেড়ে দেখি আর আমার এবাদত হয়ে যায়। >>>>>>> কবি মজিদ মাহমুদের কাব্য গ্রন্থ মাফমুজা মঙ্গল থেকে সংকলিত। বইমেলায় নতুন আঙ্গিকে বেরিয়েছে এটি। কথা প্রকাশনির ১৭৯-৮০ নং ষ্টলে পাওয়া যাচ্ছে- কবি বরের অসম্ভব স্নেহানুরাগ এবং অনেক সদ্য প্রসবিত কবিতায় এই নাদানকে প্রথম পাঠক হবার সুযোগ দিয়ে যে আমাকে আপ্লুত করেন- তার প্রতি ভালবাসায় এই ছোট্ট প্রয়াস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।