আমাদের কথা খুঁজে নিন

   

ইডেন কলেজ, অধ্যক্ষা মাহফুজা চৌধুরী ও ছাত্রলীগের আকাম-কুকাম

আমি খুবই সাধারণ একটি মানুষ। আমি সকল মানুষকে ভালোবাসি।

কথা না শুনায় ইডেন কলেজের হাসান বেগম হোস্টেল থেকে ফের এক ছাত্রীকে মেরে বের করে দিয়েছে কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি জেসমিন শামীমা নিঝুম। গত বুধবার দুপুরে ইসলামের ইতিহাস ফাইনাল বর্ষর ছাত্রী তানিজ শাহানাজ বীিথকে বের করে দেওয়া হয়। একই সেঙ্গ ঐ ছাত্রীকে কলেজ হোস্টেল থেকে বের হওয়ার নির্দশ দেন অধ্যক্ষ মাহফুজা চোধুরী। বীথি অভিযোগ করেন, সভাপতি নিঝুম বীথিকে বিভিন্ন সময় বাজার করাসহ, জামা-কাপড় পরিষ্কার করে দিতে বলে। বীথি নিঝুমের কথা না শুনায় বেশ কিছুদিন যাবত তাকে হল থেক বের করে দওয়ার পায়তারা করে। একই দিনে মুক্তা নামের অন্য এক ছাত্রীকে বের করে দেওয়া হয়। এর কিছুদিন আগে ভর্তি বাণিজ্য, নতুন ছাত্রিদের ছাত্রলীদের নেতা এমনকি এমপিদের বাসায় করে মনোরঞ্জনের জন্য মেয়েদের পাঠাতো নিঝুম ো তার অনসারীরা এরকম সংবাদ বেশ কয়েককটি পত্রকায় রিপোর্ট হেয়িছল। এসব কাজে ছাত্রলীগকে সক্রিয় সহেযাগিতা করেন অধ্যক্ষ মাহফুজা চৌধুরী........এসব কাজের প্রতিবাদ জানানোর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন প্রফেসর সদরুল আমিনকে দেখে নেওয়ার হুমকি দেয় অধ্যক্ষ মাহফুজা চোধুরী..........................মাহফুজা চৌধুরীকে অধ্যক্ষ না দিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিলে অনেক ভালো হতো............?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.