আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকের সব ফ্রেন্ড এক ক্লিকে একসেপ্ট ( ফেক আইডিওলা ব্রো দের জন্য) , অথবা এক ক্লিকে সব ইগ্নোর ( কিউট কিউট আপুদের জন্য) ।㊅[স্বঘোষিত মহাপুরুষ]㊅

ফেসবুক অসাধারণ একটা ওয়েব সাইট। আমি এটাকে খুব বেশি ভালোবাসি। সবাই ই বাসে । আমি বেশি বাসি কারণ এখানে প্রচুর পরিমাণে নাইস নাইস চিক্স (!) দেখা যায়। আমি আবার মহাপুরুষ কি না , তাই লুলামিটা ইন্টারনেটেই সীমাবদ্ধ রাখতে হয়।

বাস্তবে আমি মারাত্মক ভালো একজন মহাপুরুষ। যাই হোক। অনেক ব্রো ই আছ যারা আমার মত শ খানেক না হলে ২০-২৫টা আইডির মালিক। যাদের অনেকগুলোই আবার ছাইয়া আইডি। তো আমার মত অনেকেরই শখ আছে এসব ছাইয়া আইডিগুলোতে ফ্রেন্ড জমানোর।

৪০০০-৫০০০ ফ্রেন্ড না হলে ছাইয়া আইডির দাম আছে নাকি আবার। আমার ছাইয়া আইডিতে ডেইলি শ খানেক রিকোয়েস্ট আসে। আমার তো আর মাথায় এপেন্ডিক্স নাই , যে আমি বসে একটা একটা করে একসেপ্ট করবো ! তো আমি একটা জাভা স্ক্রিপ্ট ব্যবহার করি। এক ক্লিকে অনেকগুলো একসাথে একসেপ্ট করা যায়। আবার এক ক্লিকে অনেক রিকোয়েস্ট ইগ্নোর ও করা যায়।

ওটা পরে বলছি। প্রথমে যা করতে হবে, পিসি অন করতে হবে। পিসি অন না করলে আপনি ফেসবুক পাবেন কই । গুগল ক্রোম ওপেন করবেন। এবার নিচের ছবিটা দেখেন বুকমার্ক বারের উপর রাইট ক্লিক করে “Add page” এ Click করেন।

এবার নিচের মত একটা window open হবে । এটার একটা নাম দিন আর URL এর ঘরে এই জাভা স্ক্রিপ্ট টা পেস্ট করে দিন javascript: var field = document.getElementsByName("actions[accept]");for (i = 0; i < field.length; i++)field[i].click() ; Ok click করুন। এবার দেখুন আপনার বুকমার্ক বারে এরকম একটা জিনিস এসছে। ওটা থাক । আর কিছু করার দরকার নাই ।

এবার পিসি অফ করে ঘুমান। আর ঘুমাতে ইচ্ছা না করলে আবার ফেসবুকে বসেন। আপনার ফ্রেন্ড রিকোয়েস্টের SEE ALL এ ক্লিক করেন। আসছে ?? হুম। এবার একসেপ্ট অল ক্লিক করেন।

ক্লিক না করে অবশ্য উপায় ও নাই। এতক্ষন হুদা গেজাই নাই। দেখেন কি হয়। আমি তো আমার নিজের আর ছাইয়া নিকের ফ্রেন্ডলিস্টের বিশাল , বিরাট, ব্যাপক difference দিকে হা করে তাকাই আছি । আচ্ছা এবার আপুদের জন্য।

আপনাদের কষ্ট আমরা , মানে আমাদের যাদের যথেষ্ট পরিমাণ ছাইয়া নিক আছে তারা বুঝি। একটা একটা করে ডিলিট মারা কি যে কষ্ট । আর পোলাপান ও কতই না বৈচিত্রময়। একবার রিকোয়েস্ট টা একসেপ্ট করানোর জন্য তাদের কি আকুল স্বরে ব্যাকুল আবেদন। মাঝে মাঝে আমার একটু একটু কান্নার মতই আইসা পড়ে এসব পোলাপানের কাকুতি মিনতি দেইখা।

আচ্ছা যাই হোক। তো কথা হচ্ছে কিভাবে ইগ্নোর করবেন। উপরের লেখাটা ফলো করেন। যা যা করা হয়েছে ঠিক তা ই করবেন । শুধু Bookmarklet বানানোর সময় আপনারা অন্য একটা জাভা স্ক্রিপ্ট ব্যবহার করবেন।

এটাঃ javascript: var field = document.getElementsByName("actions[hide]");for (i = 0; i < field.length; i++)field[i].click() ; একই ভাবে ওকে করবেন। আপনাদের বুকমার্ক বারে এমন একটা Bookmarklet Create হবে। এবার আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে গিয়ে See all দিবেন। তারপর নিষ্ঠুর, শিতল একটা লুক দিবেন সবার দিবে। এরপর ক্লিক করবেন।

ব্যস সব শেষ। এত গুলা অসহায়, নির্দোষ, ভালোবাসার কাঙ্গাল পোলাপানের বড় আশা নিয়ে আপনাকে দেয়া রিকোয়েস্ট গুলো ভ্যানিশ হয়ে যাবে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.