জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপসহকারী পরিচালক (ডিএডি) পদে ১৪২ জনের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। এঁদের মধ্যে ৩৭ জনই ছাত্রলীগের বর্তমান ও সাবেক কমিটির নেতা-কর্মী! খবরটি পড়ে বেশ কষ্ট লাগল, তবে খুব একটা অবাক হইনি কারন এরকম ঘটনা আমাদের দেশে এখন পান্তা ভাতের মতই পুরানো। কিন্তু আমার কথা হল, একটা দেশ আর কতদিন এভাবে চলবে? দেশ আর কতটা মেধাশুন্য হলে আমাদের দেশের রাজনীতিবিদরা শান্তিতে ঘুমাতে পারবেন?এর কি কোন শেষ হবে না একদিন?নাকি তার চেয়ে এইটাই ভাল হবে যে, দেশের মায়া ত্যাগ করে পড়ালেখা শেষ করে বাইরের দেশে চলে যাওয়া? কিন্তু সেটাও তো আমার মত নিম্নমধ্যবিত্ত পরিবারের একটা ছেলের জন্য সম্ভব না! এই যদি হয়ে থাকে আমার সোনার বাংলা(দেশের প্রতি ভালবাসা কারও চেয়ে আমার কম নাই), তাহলে ধিক এই বাংলাকে!! ধিক এই বাংলার রাজনীতিবিদদের!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।