আমাদের কথা খুঁজে নিন

   

‘এনএসআইয়ের সম্পৃক্ততা নিয়ে ২০১০ সালের আগে কেউ বলেনি’

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সম্পৃক্ততার বিষয়টি ২০১০ সালের আগে কোনো সাক্ষী তাঁদের জবানবন্দিতে বলেননি।এনএসআইয়ের তত্কালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিমের আইনজীবীর জেরার জবাবে সর্বশেষ তদন্ত কর্মকর্তা ও সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান চৌধুরী আদালতে এ কথা বলেন।আজ বুধবার আবদুর রহিমের পক্ষে জেরা শেষ হয়েছে।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১-এর আদালতে এস এম মজিবুর রহমানের আদালতে সিআইডির এই কর্মকর্তাকে আসামির আইনজীবী কামরুল ইসলাম জেরা করেন।আজ দুপুর সাড়ে ১২টার দিকে জেরা শুরু হয়।মাঝখানে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল পাঁচটায় তা শেষ হয়।আদালত কাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি রাখা হয়েছে।

আইনজীবী সাজ্জাদ আদালতে বলেন, ১০ ট্রাক অস্ত্র আটক মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী পুলিশ সার্জেন্ট আলাউদ্দিন ও হেলাল উদ্দিন আদালতে এবং তদন্তকারী কর্মকর্তার কাছে যে তথ্য দিয়েছেন, এর সঙ্গে আদালতে দেওয়া সাক্ষ্যের মিল নেই।২০১০ সালের আগে এই দুই পুলিশ কর্মকর্তা কোনো আসামির নাম বলেননি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।