আমাদের কথা খুঁজে নিন

   

SSF, আলালের ঘরের দুলাল, বাচ্চার পা, ও পাবলিক... - ছবি সহ

মেন্টাল উন্ডস নট হিলিং লাইফ'স আ বিটার শেইম আই এম গোইং অফ দ্যা রেইলস অন আ ক্রেজি ট্রেইন !! গতকাল দুপুরের দিকে ধানমন্ডি মেট্রো প্লাজার বিপরীত দিকে রং সাইড দিয়ে আসা এক SSF এর পেট্রোল কার এক বাচ্চা ও মাকে ধাক্কা দেয়। তারা বেশ খানিকটা ব্যাথা পান। বাচ্চাটার পায়ের পাতার ওপর গাড়ির চাকা উঠে গিয়েছিল। সে দাঁড়াতে পারছিল না। কিন্তু গাড়িটি না থেমে সাইরেন বাজিয়ে আর মাইকে চেঁচামিচি করে ওই রং সাইড দিয়েই জোরে চালিয়ে চলে যেতে নেয়।

তবে ১০০ গজ সামনেই ড্যাফোডিল ইউনিভার্সিটির সামনে ছাত্র ও জনতার হাতে ধরা পড়ে গাড়িটি। ভিতরে বসা ড্রাইভার ও কর্মচারীকে বের করে কলার টানাটানি ও অপদস্থ করা হয়, তবে কোন শারীরিক আঘাত করা হয় নি। জনগন যখন ড্রাইভার নিয়ে ব্যাস্ত তখন আমি গাড়ির যাত্রীর সাথে কথা বলার সুযোগ পাই। গাড়ি কেন রং সাইডে প্রশ্নের উত্তরে সে জানায় যে একটু পরে তার A লেভেল পরীক্ষা। তাই সে যত তাড়াতাড়ি সম্ভব ড্রাইভারকে যেতে বলেছিল।

তাকে তার নাম বা গাড়ির মালিকের নাম জিজ্ঞাসা করে কোন উত্তর পাওয়া যায় নি। ছেলেটি যদিও গোবেচারা এবং বেশ ভদ্র ছিল তারপরও আমার ইচ্ছা করছিল তাকে নামিয়ে দুই চড় দিতে আর তার কাছ থেকে নম্বর নিয়ে তার বাপ কে দুটো গালি দিতে। এরাই ব্যক্তিগত কাজে প্রোটোকল কার ব্যবহার করে। এরাই ওই ড্রাইভারদেরকে বাধ্য করে আইন ভঙ্গ করে বেপরোয়া ভাবে মানুষকে চাপা দিতে। কারন এরা রাষ্ট্রীয় সম্পদকে নিজের বাপের সম্পদ মনে করে।

আর জনগণকে মনে করে কীটপতঙ্গ। আর আমরাও তাদেরকে গাড়ির এসির মধ্যে বসিয়ে রেখে গরিব ড্রাইভারদের অপদস্থ করি। কবে যে এই ছা পোষা মেরুদণ্ড শক্ত হবে এই শোষক বৃক্ষের গোড়ায় করাত চালানোর মত!!! (পুলিশ আমাকে ছবি তুলতে দেখে মোটামুটি চ্যাংদোলা করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়ায় শেষ দেখে আসতে পারিনি। ) মূল ব্লগ - http://unmochon.net/node/1368 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।