আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউ- The Ugly Truth (2009)

আমি নীল, আমি কালো, আমি মন্দ হয়েও ভালো পুরুষ আর নারীর চিরাচরিত দ্বন্দ্ব নিয়ে অনেক রোমান্টিক কমেডি ফিল্ম নিশ্চয়ই দেখা হয়ে গেছে আপনার । এই ফিল্মটি যদি না দেখেন তাহলে বলবো আপনার লিস্ট থেকে মজার একটা মুভি বাদ পড়ে গেল। অ্যাবি (ক্যাথেরিন হেইগেল) একজন টিভি সিরিয়াল পরিচালক (হিন্দি সিরিয়াল ভাববেন না যেনো) এবং প্রচন্ড রকম কন্ট্রোল ফ্রিক । তার স্বপ্নের পুরুষ এর রয়েছে ১০টি বৈশিষ্ট্য, যা সে খুঁজে বেড়ায় তার ডেট দের মধ্যে। ফলাফল-যা হবার তাই, সে সিঙ্গেলই থেকে যায়।

মাইক (জেরারড বাটলার ) একজন শভিনিস্ট এবং " The Ugly Truth " নামের একটি অনুষ্ঠান এর উপস্থাপক। অনুষ্ঠানটিতে নারী এবং পুরুষ একটি সম্পর্ক থেকে আসলে কি চায় সে সম্পর্কে টিপস এবং ট্রিক্স দেয়া হয়। ঘটনাচক্রে এই দুই জন সহকর্মী হয়ে যায়। স্বপ্নের পারফেক্ট গাই কে খুঁজে পেতে মাইক এর দেয়া টিপস কতটা কাজে লাগাতে পারবে অ্যাবি ??? পুরো মুভি জুড়ে আছে রাশি রাশি হাসির উপকরণ। পাঞ্চ গুলো বেশির ভাগই নন-ভেজ।

বাটলার এর অভিনয় বরাবরের মতই ভাল আর হেইগেল তাকে ভাল সাপোর্ট দিয়েছে। এছাড়া এই মুভির একটা গান "Pocket full of sunshine" আমার অনেক অনেক প্রিয়। এই ছুটির দিনে আপনার ফিল্ম দেখার উদ্দেশ্য যদি হয় টেনশন মুক্ত হওয়া এবং এনজয় করা, তাহলে ফিল্ম টি রেকমেন্ড করছি ওভারঅল ভালই কাটবে আপনার সময়টা। মুভির নামঃ The Ugly Truth (2009) আইএমডিবি লিঙ্ক লেখাটি আমাদের ফেসবুক পেইজ মুভিপাগল বোইন-ব্রাদার এ প্রকাশিত। পেইজের লিঙ্ক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.