জীবনে যা কিছু শিখলাম ,সব ভুল করে শিখলাম । ভুল বিহনে কোন কিছু শিখা যায় না । আসলাম আপনাদের মাঝে কিছু শিখার তরে । বল্গার ভাইয়েরা কেমন আছেন ? আমার প্রথম পর্ব যারা পড়েনি তারা এখান থেকে পড়ে নিন View this link View this link ADVERB :যে WORD VERB,ADJECTIVE এর প্রকৃতি,ধরন,রকম প্রকাশ করতে পারে তাকে ADVERB বলে । তাছাড়া,কোন WORD এর শেষে Ly থাকলে , সে WORD টিকে সাধারনত ADVERB হিসেবে গণ্য করা হয়।
PREPOSITION:যে WORD কোন NOUN বা PRONOUN এর পূর্বে বসে SENTENCE এর অন্যান্য WORD এর সাথে সম্পর্ক স্থাপন করে,তাকে PREPOSITION বলে । যেমন:at,about,of,for ইত্যাদি । CONJUNCTION:যে WORD কোনো SENTENCE এর দুটি WORD / PHRASE/CLAUSE কে যুক্ত করে, তাকে CONJUNCTION বলে । যেমন: that,if,but,or ইত্যাদি । INTERJECTION:যে সকল word মনের আবেগ প্রকাশ করে, তাকে INTERJECTION বলে ।
যেমন:HI!,OOH! ইত্যাদি। বিঃ দ্রঃ INTERJECTION যুক্ত SENTENCE টিতে বিস্ময়সূচক চিহ্ন বসে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।