স্বপনের সমাধি খোঁড়া এ জীবন ... মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলা এ জীবন!
আমার পোলা'র জন্য বানানো বই নিয়ে গতকাল আরেকটি পোষ্ট দিয়েছিলাম। অনেকেই বই দুটি পছন্দ করেছিলেন; আরো প্রায় ২০ জন কে বই এর কপি মেইল করেছি। আপনাদের আগ্রহ আমাদের উৎসাহ যুগিয়েছে। বাচ্চাদের বইগুলোকে আরো আকর্ষনীয় করতে আপনাদের সুচিন্তিত মতামত কামনা করছি।
আজ পোষ্ট করছি ওর Body Parts শেখানোর বইটি।
Body Parts শেখাতে ওর বডিটাকেই বেছে নিয়েছি ওর আগ্রহের কথা ভেবে, কাজেও দিয়েছে। অবশ্য এই বইটি কাওকে দেওয়াতে সামান্য আপত্তি আছে; পোলা যদি জানতে পারে ওর প্রায় ন্যাংটো ছবি আমি বিতরণ করে বেড়িয়েছি, আমার খবর আছে! এমনিতেই সুমো-সুমো খেলায় ইদানিং আমি ওর সাথে পেরে দিচ্ছি না। ছোট মানুষ হলেও ওরও তো একটা পেস্টিজ আছে। তবে আপনারা আপনাদের সন্তানদের জন্য এই আইডিয়াটা এপ্লায় করে দেখতে পারেন। তাহলে দেখেন আমাদের "সুটকা সুমো'র" Body Partsঃ
আগের গুলো এখানেঃ
পোলা'র জন্য বই – ১. Alphabet in Cars
Click This Link
পোলা'র জন্য বই – ২. Counting
Click This Link
বিঃদ্রঃ বইগুলির কোন মুল্য থাকুক আর নাই থাকুক এগুলো আমাদের শ্রম আর মমতার ফসল – এগুলো যে কেও তার পরিবারের বাচ্চাদের ব্যবহারের জন্য চাইলে most welcome; কিন্তু ব্যবসাহিক উদ্দেশ্যে ছাপাতে বা স্কুলে পড়াতে গেলে অবশ্যই অনুমতি নিতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।