অনেকেই আমার সাথে একমত হবে, ওয়েস্টার্ন যারা ভালবাসে...আপিয়ারেন্স অ্যান্ড সাসপেন্স অফ ইভেন্ট খুব জরুরি, এছারা আবহ সঙ্গীত এবং কিছুটা ফান যদি মিক্সড থাকে সিরিয়াস ক্যারেকটার এর সাথে টা হলে তো কথাই নাই, গত বাধা রোমান্টিক কাউবয় ওয়েস্টার্ন থেকে হাজার গুন ভাল! মাই নেম ইজ নোবডি IMDB rating খারাপ নাঃ ৭.৪ মুভির পোস্টার হিসাবে এইটাই আমার প্রিয় কারন ফান টাকে গুরুত্ত দিয়া সামনে রাক্সে আর সিরিয়াস ক্যারেক্টার কে সাথে। কাহিনিকার হচ্ছেন Sergio Leone যার সম্পর্কে কিছু বলার নাই, আর যারা আমার মত পুরাতন মুভি দেখেন তারা হেনরি ফনডাকে ভাল ভাবেই চেনেন। তাকে নিয়া আলাদা একটা পোষ্ট দিব সামনে কারন ১২ অ্যানগ্রি ম্যান এর রিভিউ তে একজন এখানে বলসিল যে মুভিতে নাকি তেমন কোন পরিচিত ফিগার নাই, মনে বেথা পাইসিলাম কারন ফনডা সাহেব ছিল। কম্পোজিশন এ Ennio Morricone, ইনি হচ্ছেন সেই লোক যার তৈরি করা সুর আপনার মোবাইলের রিংটোন হিসাবে যেমন পাবেন তেমনি পাবেন সকল মুভি এর সাসপেন্স সিন এর আবহ হিসাবে চমৎকার মানানসই হিসাবে। জি আমি দি গুড দি ব্যাড অ্যান্ড দি আগ্লি এর কথাই বলতেসি। এই মুভি তে তাঁর করা সুর টা আমার আসম্ভব প্রিয় My Name Is Nobody soundtrack. মুভি তে সাউন্ডট্র্যাকে যে ন্যাচারাল সিন এবং তেরেন্স হিল এর মাছ ধরার আভিনব পদ্ধতি টা আসাধ্রন। কাহিনি নিয়ে কিছুই বলব না। এটা বলবো যে আপনার টাইম নষ্ট হবে না প্লাস মজা পাইবেন। আরেকটা কথা তেরেন্স হিল এবং বাড স্পেন্সার মিলে অনেক গুলান অমর কীর্তি করসেন, সেগুলান নিয়া পরে বলব। Download Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।