Engineer Ashikujjaman Ashik আজকাল পুরুশদের ফ্যাশনে অন্যতম যোগ লম্বা বাবড়ি চুল। ছেলেরা লম্বা চুলে আনেন নানা রকম স্টাইল। কিন্তু ফ্যাশনের প্রয়োজনে রাখা এই লম্বা চুলের রয়েছে বিশেষ যত্ন। তা না হলে লম্বা চুলে সৌন্দর্যের বদলে নষ্ট হয়ে তা থেকে দেখা দিবে বিড়ম্বনা। লম্বা চুলের ধরন আর তার যত্ন নিয়ে দেখে নেয়া যাক কিছু টিপস।
চুলের কাট আর স্টাইল
-যাদের চুল বেশ বড় তারা সেই চুলে দিতে পারেন লেয়ার কাট।
-গোলাকার মুখায়বের জন্য চুল সব একত্র করে ঝুটি বেধে রাখুন।
-লম্বাটে মুখায়বের জন্য সব চুল টানটান করে পিছনে না বেধে অল্প কিছু ছেড়ে রেখে কিছু বেধে রাখুন।
-কোঁকড়া চুল ছেড়ে রাখতে পারেন। মাঝে মাঝে এলোমেলো করে বেধেও রাখতে পারেন।
চুলের যত্ন
-চুলের যত্নে সবচেয়ে উপকারী হলো চুলে তেল দিয়ে ম্যাসাজ করা। গোসলের আগে চুলের গোড়ায় অন্তত সপ্তাহে দু’দিন ম্যাসাজ করে গোসলের সময় শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
-টক দই, আমলকি, শিকাকাই, ডিমের কুসুম মিশিয়ে একটা পেস্ট তৈরী করুন। এই প্যাকটি আধা ঘন্টা লাগিয়ে রাখে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একদিন এটি করুন।
-গোসলের পর ভালো করে চুল শুকিয়ে নিবেন। তা না হলে ভেজা চুলে খুশকী হতে পারে।
-মাসে অন্তত একবার চুলের আগা ছেটে দিন। এতে চুল লম্বা হবে আর আগা ফাটা থেকে রক্ষা পাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।