হায়! এই জগত সংসারে
পুরুষের ক্রিয়া লীলা।
তোদের অসীম মতা, তোরাই পারিস
সাদামাটা এই নারীর মনটার ওপর
মরীচিকার ঝিলিক লাগাতে।
তোরা স্বার্থন্বেষী, তোরা পারিস
চোখের কোণে
জীবনের কাল্পনিক আসর সাজাতে।
তোরা ভূ-দখলদার, তোরাই পারিস
নারীর পুরো হৃদয়টাকে
দখলে নিতে।
তোরা দ খেলোয়ার, হৃদয়টাকে ভেঙ্গে
সেই ভগ্ন হৃদয়টায়
জোয়ার খেলায় মেতে উঠতে।
তোরা কালবৈশাখী ঝঞ্চা, জ্বলন্ত প্রদীপরুপী
নারীর প্রতিবাদী মানসিকতাকে
তোদের এক দাপটে নিভাতে।
তোরা উইপোকা, তোরা পারিস
নারির সুন্দর মনটাকে
ঘুণ ধরাতে।
নয় হঠাৎ কুড়ে কুড়ে নি:শেষ করতে।
তোরা বর্বর
নারীর হৃদয়টাকে করিস ত -বিত।
তোরা তারকা
পবিত্র ভালবাসার আড়ালে
চালাতে চাস কিসের গোপন নাট্য।
তোরা হিংস্র
তোদের নির্যাতনে আজ কত নারী
বল -বেছে নিয়েছে তাদের জীবনের
‘আত্মহত্যা’ নামক গন্তব্য।
তোরা ুধার্ত
ুধার্ত ব্যাঘ্রের ন্যয় নরপশু, তোরা
তাই দিগি¦দিক জ্ঞানশূণ্য হয়ে
কামের লালসা আর ভোগের উম্মততায়
নারীদেহকে করিস বণ্টন।
তোরা দ জেলে
তোদের কুকর্মের জালে
কত নারী হারিয়েছে এই দেহ, মন, প্রাণ
তোরা মোহের রুপকার
তোরা নারীর মনকে মোহচ্ছন্ন করে
সৃষ্টি করিস মোহচ্ছন্ন এক জীবন।
তোরা দ শিকারী
তোদের শিকারের কবলে স্বীকার-
কত সুন্দর, সুস্মিতা, অনন্তযৌবনা।
তোরা কাপুরুষ
কুশ্রী মানসিকতায় সুশ্রী প্রতিমাকে এসিড দগ্ধ করে
করিস বিকৃত।
তোরা যান্ত্রিক
তোদের যান্ত্রিক এই জীবনে
নারীরাই যে ইঞ্জিন
ভুলে যাস কি করে।
@কবিতা টি লিখেছে আমার সহপাঠী শাম্মী
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।