অন্ধ হলে বন্ধ হবে না প্রলয়। পুরুষের ভালবাসা নাকি তাদের পেট হয়ে হৃৎপিণ্ডে পৌছায়! বউয়ের কাছে যখন প্রথম এই কথা শুনলাম তখন মিনিট দুয়েক চুপ হয়ে গিয়েছিলাম। বলে কি? সারা জীবন শুনে আসলাম মেয়েরা দামী হোটেলে দামী খাবারের অর্ডার দিতে পছন্দ করে, ছেলেদের পকেট খালি করে একধরনের অজানা আনন্দ অনুভব করে সেখানে কিনা ছেলেদের খাবার খাইয়ে খুশি করা যায়! নাহ! মিলছেনা। সরাসরি জিজ্ঞেস করে ফেললাম কথাটা তার কিনা? উত্তর শুনে কিছুটা হালকা হলাম, পুরোটা নয় কারণ বুজতে বাকি রইলনা হিন্দি চ্যানেলের আছড় আমার ঘরে পড়তে শুরু করেছে। চ্যানেলের নাম শুনে সেটা ব্লক করে পিসির সামনে বসলাম।
কারো কাছে মনে হতে পারে আমি খুব ডমিনেটিং স্বভাবের। না, তা নই। এখন আসল কথায় আসা যাক।
ছেলেরা কি আসলেই মেয়েদের চেয়ে বেশী খাবারের প্রতি অনুরক্ত? বেশ কিছু চিন্তা মাথায় আসছে কিন্তু কোনটাই বউয়ের কথাকে শক্তভাবে ডিফেন্ড করার মতো না। আসলেইতো সেই কলেজ লাইফ থেকে দেখে আসছি ......... নাহ যেভাবেই হোক একটা শক্ত ব্যাখ্যা দাড় করাতে হবে আজ রাতের মধ্যেই।
ব্লগের পুরুষকুলের নিকট থেকে পরামর্শ কামনা করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।