আমাদের কথা খুঁজে নিন

   

লম্বা পুরুষের হৃদরোগের ঝুঁকি কম

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক খাটো পুরুষদের তুলনায় লম্বা পুরুষদের হূদরোগের ঝুঁকি কম থাকে। সম্প্রতি বোস্টনের গবেষকদের পরিচালিত এক গবেষণায় একথা জানা গেছে। আমেরিকান জার্নাল অব কার্ডিওলজিতে এ গবেষণার ফল প্রকাশিত হয়েছে। হূদরোগ ও ক্যানসার আক্রান্ত ২২ হাজার পুরুষ চিকিত্সকের ওপর এ গবেষণা চালানো হয়, যারা গড়ে মধ্য ৫০ বছর বয়সেই এতে আক্রান্ত হন। উচ্চতা, ওজন ও স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে প্রাথমিক কিছু জিজ্ঞাসার পর তাদেরকে বেশ কয়েক বছর ধরে পর্যবেক্ষণে রাখা হয়।

২২ বছরের গড় পর্যবেক্ষণ শেষে দেখা যায়, গবেষণায় অংশগ্রহণকারীদের ১ হাজার ৪শ’ ৪৪ জন বা ৭ শতাংশ হার্ট ফেইলিওরে আক্রান্ত হয়েছেন। এতে দেখা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে ৫ ফুট ৮ ইঞ্চি বা তার চেয়ে কম উচ্চতার ব্যক্তিদের তুলনায় ৬ ফুট বা তার বেশি উচ্চতার ব্যক্তিদের হার্ট ফেইলিওরের ঝুঁকি ২৪ শতাংশ কম ছিল। গবেষণায় তাদের বয়স, ওজন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস-সব কিছুকেই বিবেচনায় রাখা হয়। গবেষকরা জানান, বাড়তি কয়েক সেন্টিমিটারের উচ্চতা হূদযন্ত্র অর্থাত্ হার্টকে রক্ষা করে-এ ধরনের কোনো প্রমাণ পাওয়া না গেলেও লম্বা ও খাটো মানুষরা বিভিন্ন দিক দিয়ে আলাদা হতে পারেন। প্রধান গবেষক এবং ব্রিঘাম অ্যান্ড উইমেন্স হসপিটাল ও হার্ভার্ড মেডিক্যাল সেন্টারের লুক জোসি বলেন, ‘উচ্চতা যে কিছু করতে পারে নির্দিষ্টভাবে এ গবেষণায় তা বলা হয়নি।

’ তবে গবেষকরা জানান, হার্ট এবং কয়েকটি ধমনী ও রক্তনালীর মধ্যকার দূরত্বের মতো লম্বা লোকদের কিছু জৈব বৈশিষ্ট্যের কারণে হার্টের সমস্যার ঝুঁকি কম হতে পারে। ইউনিভার্সিটি অব পিটার্সবার্গ মেডিক্যাল সেন্টারের কার্ডিলজিস্ট জেফরি টুটেবাগ বলেন, এসব বিষয়কে বিবেচনায় নিলেও এ ফলাফলের জন্য যে আর কোনো কারণ দায়ী নয় গবেষণায় এমনটা প্রমাণ হয়নি। তিনি অবশ্য এ গবেষণায় অংশ নেননি। হার্টের ঝুঁকির ক্ষেত্রে উচ্চতা যে খুব বড় বিবেচ্য বিষয় নয় তা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি যদি লম্বা হন তাহলে এসব ঝুঁকি নেই, আর খাটো হলে এমন ঝুঁকি রয়েছে-গবেষণার ফল এমন হওয়া উচিত নয়। ’ তথ্যসূত্র- Click This Link ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.