আপনি আমাকে পছন্দ করেন কি করেন না তাতে আমার কিছু যায় আসে না, আপনাকে খুশি করার জন্য আমি এ পৃথিবীতে আসিনি। ভূতের গল্প পড়তে, শুনতে আর হরর মুভি দেখতে অনেক ভাল লাগে। এত ভূতের গল্প পড়েছি আর শুনেছি যে কিছু কিছু জায়গাতে দেখা যায় একই গল্প শুধু স্থান, কাল আর পাত্র ভেদে কাহিনী পুরা একই। তেমন কিছু গল্প নিয়ে এই পোস্ট।
বাংলাদেশের সব জায়গাতে বড় কোন দীঘি থাকলে এই গল্পটা থাকবেই।
দীঘির পানিতে নাকি কিছু একটা থাকে। কেউ যদি একা একা নামে বিশেষ করে কোন সুন্দরী মেয়ে তাহলে পায়ের মধ্যে চুলের মত কিছু একটা পেচিয়ে যায়। যতই চেষ্টা করুক এই জিনিষ কাটা যায় না। যত টানে বড় হয় এটা। দা, কুড়াল, খন্তা, কোদাল বা তলোয়ার দিয়েও নাকি এটা কাটা যায় না।
মাঝে মাঝে গায়েবী আওয়াজ নাকি শুনতে পাওয়া যায়, এই সুতা কেউ কাটতে গেলে নাকি তার বংশ নির্বংশ হয়ে যাবে! তারপর রাত হলে সুতায় টান পড়ে। এক সময় মেয়েটা দীঘিতে তলিয়ে যায়। তার লাশও আর খুজে পাওয়া যায় না। মজার ব্যাপার হল এই একই গল্প আমি বিভিন্ন মানুষের কাছে শুনেছি, এমনকি বইতেও পড়েছি কিন্তু কেউ বলতে পারে না যে সে এমন কিছু দেখেছে! সবাই কারো না কারো কাছে শুনেছে।
এই গল্পটাও মজার।
গ্রামে রাস্তায় একাকি রাতের বেলাতে হাটতে গেলে নাকি সামনে ভুত এসে দাঁড়ায়। ইয়া লম্বা তার পা, সাদা কাপড় পরা। আপনাকে বলবে তার দুই পায়ের মাঝে দিয়ে হেটে যেতে! আপনি তার পায়ের নিচে দিয়ে যেতে শুরু করেছেন তো মরেছেন। আর বেঁচে ফিরতে হবে না বাড়িতে। আপনাকে তখন বলতে হবে সরে যা আমার রাস্তা থেকে, তোর পথে তুই আর আমার পথে আমি।
এই বলে সাইড দিয়ে হেটে যেতে হবে।
মাছ ধরতে যাবেন রাতে, আর ভয় করবে না? অনেক রকম মেছো ভূত আছে, এরা মাছ খায়, আর আপনি দিতে না চাইলে প্রয়োজনে আপনার ঘাড় মটকে দিতে পারে। গল্পটা শুনেছি আমার ফুপাত ভাইয়ের কাছে। একদিন ভাইয়ার এক বন্ধু রাতে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরে যখন ফেরত আসছিল, তখন তার মনে হল কেউ তাকে অনুসরণ করছে।
পিছনে তাকিয়ে কিছুই দেখতে পেল না। সবাই ঘুমিয়ে পড়েছে। বাড়িতে এসে রাতে তাই নিজেই মাছ ভাজি করতে লাগল। হঠাত কে যেন বলে উঠল, "এত মাছ ধরে এনেছিস, আমাকেও একটু দে!" যদিও তিনি অনেক সাহসী তবুও ভয়ে তার আত্মারাম খাঁচাছাড়া। কোনমতে বললেন, "আপনি কে? কোথায় আপনি?" উত্তর এল, "আমি বেড়ার পাশেই আছি।
" লোকটা অনেক সাহসী। তিনি ভূতকে বললেন, "আমার মাছ ভাজি করা শেষ হোক, আপনি অপেক্ষা করেন একটু। " এই বলে তিনি একটা লোহার রড গরম দিলেন। তারপরে তিনি বললেন, "আপনি বেড়ার এই ফাকে হা করেন আমি মাছ দিচ্ছি!" এই বলে তিনি লোহার রড পুরোটা ঢুকিয়ে দিলেন। তখন নাকি অনেক জোরে চিৎকার শুনা গেল যে বাড়ির সবাই ঘুম থেকে উঠে গেল।
বাইরে গিয়ে দেখা গেল একটা কাল কাক মরে পড়ে আছে। সত্য না মিথ্যা জানি না। এমন মেছো ভূতের গল্প অনেক শুনেছি।
যাইহোক পোস্ট আর বেশি বড় করব না, বড় পোস্ট কেউ পড়ে না। আপনাদের জানা কোন ভুতের গল্প থাকলে শেয়ার করতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।