জীবনটা দুই দমের......এক কদমেই যেন কেউ হার না মানে নিলামে উঠছে ভুতুড়ে গাড়িটি
গাড়িটির অদ্ভুত নকশার কারণে ‘ঘোস্ট কার’ হিসেবেই গাড়িটি চেনে সবাই। এখন প্লেক্সিগ্লাস পন্টিয়াক মডেলের এই গাড়িটি নিলামে তোলা হচ্ছে। খবর ডেইলি মেইল-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ১৯৩৯ সালে আমেরিকায় প্রথম স্বচ্ছ পূর্ণাঙ্গ মোটর গাড়ি হিসেবে প্লেক্সিগ্লাস ব্যবহার করে পন্টিয়াক ডিলাক্স সিক্স নামের এই গাড়িটি তৈরি করা হয়। গাড়িটি তৈরি করেছিল জেনারেল মটরস।
গাড়িটি নিউ ইয়র্ক-এর ওয়ার্ল্ড ফেয়ার উপলক্ষে তৈরি করা হয়েছিলো। সে সময় গাড়িটি তৈরিতে নির্মাতা প্রতিষ্ঠানের খরচ হয়েছিলো ২৫ হাজার ডলার।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিলাম প্রতিষ্ঠান আরএম এই গাড়িটির নিলাম ডেকেছে। গাড়িটি তারা ৫ লাখ ডলারে বেচতে চায়।
নিলামকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো সংরক্ষণের উপযোগী রয়েছে ‘ঘোস্ট কার’টি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।