আমাদের কথা খুঁজে নিন

   

কয়েদী

নারী ও শিশু আমার ভাল লাগার বিষয়। এদের নিয়ে কাজ করতে ভাললাগে। কিন্তু এখন আমার কর্মক্ষেত্র সকল জনগোষ্ঠীকে কেন্দ্র করে। ৮৯ থেকে ৯২ এর দিকে আমি তেহরানে ছিলাম সেই সময়কার একটি কবিতা। বিষন্ন আমি বসে আছি সাতসমুদ্র নদী পার হয়ে এখানে, তুমি ওখানে, আমার দেশের কাছাকাছি, পাশাপাশি সব পরিচিত যায়গায়।

ভীষণ কষ্ট এই একাকিত্তের বোঝা সব কিছুকে হারিয়ে শুধু মনে পড়ে তোমায়। ঐশ্বর্য, সম্মান, স্বাধীনতা সবকিছুই ঠুনকো মনে হয়, ভালবাসার কাছে । সুতরাং ক্ষমা কর আমায় হা হুতাশ করে কি ভালোবাসা পাওয়া যায়? জীবন বয়ে যাবে বহতা নদীর মত। এ জীবন আমি চাই বা না চাই। যা কিছু সহযোগিতা আমি তা দিতে আপারগ, যখন প্রয়োজন তোমার।

তুমি কি দেখতে পাওনা সবাই কি দেখতে পাচ্ছেনা আমি কত অসহায় ঠিক যেমন একজন ছোট্টো শিশু অথবা একজন কয়েদী । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।