আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয় কয়েদী এবং আমাদের মিডিয়া আর নাগরিকতার ধরন

নাহ্ ,তন্ন তন্ন করে খুজেও প্রথম আলো, বিডি নিউজ, বাংলা নিউজে আমার পাহাড়ী বোনটার ধর্ষন এবং হত্যা নিয়ে কোন নিউজ কিংবা ফলো আপ পেলাম না। নিউজ সাইটগুলোতে বড় বড় রিপোর্ট ভারতীয় তরুণী ধর্ষন নিয়ে। বাংলাদেশী তরুনী নিয়ে সাংবাদিকদের আগ্রহ কম। কদিন আগে সাজিয়া আফরিন নামের এক ডাক্তারকে হত্যা করা হয় । সেখানেও কোন মিডিয়া কাভারেজ ছিল না।

অথচ টানা কয়েকদিন হেডলাইন করে পত্রিকাগুলো অপরাধীদের ধরতে এবং সামাজিক ভাবে একটা আন্দোলনের সূচনা করতে পারতো। আমাদের সাংবাদিকরা এবং সংবাদপত্র এসব ধর্ষনের খবর প্রকাশ করতে পল্লী বধুদের মতই লজ্জা পায়। পাছে পত্রিকার আবার "ব্র্যান্ড ভ্যালু" ক্ষতিগ্রস্ত হয়। ইন্ডিয়ার খবর আর মালালার খবর প্রচারে যতটা আধুনিক আর কসমোপলিটান ইমেজ তৈরী করা যায় কোন পাহাড়ীর কিংবা সমতলের অন্য কোন ধর্ষনের খবরে তো আর সেটা পাওয়া যায় না ! আরেক খবরে দেখলাম ভারতের সেই ধর্ষনের মূল হোতা রামসিংকে জেলে নেবার পর অন্য কয়েদিরা ধুমসে পিটিয়েছে ধর্ষককে। আমাদের নিষ্ক্রিয়তা দেখে মনে হচ্ছে আমাদের নাগরিকতার মান ভারতীয় কয়েদিদের চেয়েও নীচে নেমে গেছে।

খবর: গত ২১ ডিসেম্বর রাঙ্খামাটি জেলার কাউখালী উপজেলায় বড়ডলু এলাকায় থোমাচিং মারমা নামের অষ্টম শ্রেনীর এক মারমা ছাত্রীকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করে দুবৃত্তরা। এ হত্যাকান্ডে এখনো কাউকে গ্রেফতার করা হয় নি এবং মূলধারার কোন মিডিয়াতেও খবরটি প্রকাশ করা হয় নি। আমরা এ হত্যাকান্ডের দৃষ্টামুলক বিচার চাই । বন্ধ হোক নারীর প্রতি সহিংসতা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.