আমাদের কথা খুঁজে নিন

   

ব্রডব্যান্ডের ন্যূনতম গতি ১এমবিপিএস হচ্ছে!

দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের ন্যূনতম গতি ১ মেগাবিটস পার সেকেন্ড (এমবিপিএস) নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ইন্টারনেটের গতি এর চেয়ে কম হলে তা ন্যারোব্যান্ড হিসেবে উল্লেখ করতে হবে। সম্প্রতি গ্রাহক ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি এ বিষয়ে নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা ২০০৯-এর অনুচ্ছেদ ২ অনুযায়ী ব্রডব্যান্ডের এ সংজ্ঞা নির্ধারণ করেছে বিটিআরসি। নীতিমালায় ব্রডব্যান্ডের ন্যূনতম গতি ১ এমবিপিএস উল্লেখ করা হলেও প্রয়োজন অনুযায়ী তা পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।

ব্রডব্যান্ডের ন্যূনতম গতি নির্ধারণ করে দেয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সহসভাপতি সুমন আহমেদ সাবির। তিনি বলেন, এটি একটি সময়োচিত পদক্ষেপ। বর্তমানে এ ধরনের সেবাদানের সক্ষমতা তৈরি হয়েছে। পাশাপাশি এ সেবার গ্রাহকও রয়েছে। বিটিআরসির দেয়া নির্দেশনায় গ্রাহকদের ১ এমবিপিএসের নিচে ব্রডব্যান্ড সেবা না নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

পাশাপাশি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাকসেস (বিডব্লিউএ) প্রতিষ্ঠানগুলোকে ৩০ এপ্রিলের মধ্যে সব ধরনের প্যাকেজ রি-ডিজাইন করতে বলা হয়েছে। বেঁধে দেয়া সময়ের মধ্যে প্রচলিত ও নতুন সব প্যাকেজ ব্রডব্যান্ডের এ সংজ্ঞা অনুযায়ী পরিবর্তন করতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস ব্রডব্যান্ডের ন্যূনতম গতি ১ এমবিপিএস নির্ধারণ করার কথা জানিয়েছিলেন। বিটিআরসির প্রকাশিত তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি শেষে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩ কোটি ৪ লাখ। এর মধ্যে সিংহভাগই সেলফোনে ইন্টারনেট ব্যবহারকারী।

সেলফোন অপারেটরদের ইন্টারনেট সেবা ব্যবহার করছে ২ কোটি ৮৭ লাখ ৩ হাজার গ্রাহক। তবে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে মূলত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) এবং ওয়াইম্যাক্স প্রতিষ্ঠানগুলো। আইএসপি ও পিএসটিএন অপারেটরদের মোট গ্রাহক ১২ লাখ ১৩ হাজার ৫০০। আর ওয়াইম্যাক্সের গ্রাহক ৪ লাখ ৭৪ হাজার। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ব্যান্ডউইডথের চাহিদা রয়েছে প্রায় ৩০ গিগাবিটস পার সেকেন্ড (জিবিপিএস)।

এর মধ্যে ভয়েসের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে ১২ জিবিপিএস। আর ডাটার জন্য ব্যবহার হচ্ছে ১৮ জিবিপিএস। অন্যদিকে দেশে ব্যান্ডউইডথ সরবরাহ ক্ষমতা রয়েছে ৮২ জিবিপিএস। এটি ১৬০ জিবিপিএসে উন্নীত করার কাজ চলছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।