যারা ইন্টারনেট ভালোবাসেন কিন্তু - সমস্যা হল ইন্টারনেটের গতি খুবই স্লো তাদের জন্যই এই পোস্ট!
*ব্রডব্যান্ড ব্যবহার করেছেন কিন্তু স্পীড কম- যেমন 64kbps/128kbps/256kbps/512kbps বললেও আশানুরূপ স্পীড পাননা!
*বিভিন্ন মোবাইল সিম কোম্পানির ইন্টারনেট ব্যবহার করেছেন কিন্তু স্পীড যেন আকাশের চাঁদ!
*আর ভাল স্পীড পেতে হলে অনেক বেশি টাকা লাগে!
এই জন্য কি কম কম রেটে আদ্দিকালের স্পীডের উপর বিরক্ত।
#আচ্ছা তাহলে বিটিসিএল এর ইন্টারনেট ব্যবহার করে দেখুন। আর 128kbps এ download speed minimum 20 to 32 যা 256kbps এর স্পীড ! মানে ডাবল স্পীড !! এই স্পীডে আশাকরি আর বিরক্ত হবেন ন।
BTCLWebsite
#বিটিসিএলের ইন্টারনেট এর খরচ হাতের নাগালে এবং তা শীগ্রই আরো কমবে।
পোস্টপেইড কানেকশন
প্রিপেইড কানেকশন
সার্ভিস এরিয়া
এজন্য--
আপনার ঘরে টি এন্ড টি এর টেলিফোনের লাইন থাকা লাগবে আর তার দ্বারা আপনি বিটিসিএলের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে বিটিসিএলের কাছে একটি এপ্লিকেশন করা লাগবে এবং এতে কিছু ঝামেলা পোহাতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।