পুলিশ দেদারছে গুলি করতাছে - কার নির্দেশে ? পুলিশের ভাষ্য মতে চারদলীয় জোট কি নিজেরা নিজেদের গুলি করে নিহত হয়ে পুলিশের গায়ে দায় চাপাচ্ছে। - এটা আজকের নতুন আবিষ্কার ! পুলিশ কিন্তু গুলিতে আহত বা নিহত হয়নি। সরকারের হাতে এখনও যথেস্ট সময় থাকতেও লাশের রাজনীতি শুরু করার অর্থ কি হতে পারে - ১. সরকার চায় চারদলীয় জোট পুলিশের মতোই বন্দুক-কাটা রাইফেল নিয়ে পুলিশের উপর ঝাপিয়ে পড়ুক তাহলে ঘটনা ভিন্নখাতে নিয়ে নির্বংস করতে সুবিধা হবে। আরও ডজনে ডজনে লাশ সহজেই ফেলতে পারবে। ২. বিরোধীদল উত্তেজিত করে আবোল-তাবোল কাজ করবে যেন বিবোধীদলকে জনগনসমেত দৌড়ের উপর রাখা যায় । ৩. বর্তমান অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধন্ত রয়েছে যেগুলো ভারতের সাথে জড়িত সেগুলো আলোচনা-বিশ্লেষনের চাইতে ঘোলাটে পরিবেশে কর্ম সম্পাদন করা সহজ । যেমন - ক. করিডোর থুক্কু ট্রানজিট / ট্রন্সসিপমেন্ট - অলরেডি চালু হইযা গেছে খ. টিপাইমুখী বাধ - কাজ শুরু হইয়া গ্যাছে শেষ হইতে কিছু সময়তো লাগবোই গ. সিলেটের উপর দিয়া একখান নদীর উপর বাধ - নাম মনে নাই কি জানি ঘ. সাত কন্যার বিপ্লবী জনগনকে দমনে সর্বত্নক সহযোগীতা - যা লাগে তার চাইতে বেশী। ওনারাই কিন্তু দশ ট্রাক লইয়া .... । এহন কত লরী জানি না ! আমার আপাদত এতোটুকুই মনে পরতাছে । আপনের মনে যা আছে খুইলা কন ..... প্লিজ !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।