যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে দৃষ্টিনন্দন বন্দুকের যকৃত থেকে অপূর্ব ভায়োলিন বাজতেই সড়ক দ্বীপে জমা হতে থাকে গায়কের লাশ আকারে-বিকারে চিত্রণে চারুকলার ঝাকড়া বটবৃক্ষেরা তাদের জীবন্ত করে তোলে জাদুঘরের দেয়ালে তারপরে প্রতি সপ্তাহ জুরে কিংবদন্তীর নাট্যশালায় রিহার্সেল যখন ডায়লগ ভুলে যায় খিস্তি নামায় পরিচালক পেছনে যত মিউজিক বাজে তার তালে বেপরোয়া গুলির ফোয়ারা ছোটে আর লাশগুলো ফেরত আসে নাগরিক মঞ্চ ফুঁড়ে আমাদের যার যত টিকিট আছে ভবিষ্যতের আর ক্রস দেয়া নাটক ক্যালেন্ডারে মাঝখানে একটা ব্রেক, দুই সারি য়লেট, চা এক কাপ গিলে সবগুলো দেখবো নিরুত্তাপ বসে প্রথম সারির চেয়ারে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।