বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোরের মতে, 'এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা স্টেডিয়াম। ' আর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতে, 'এটি বিশ্বসেরা স্টেডিয়াম'। দেশি-বিদেশি ক্রীড়া সংশ্লিষ্টদের কাছে প্রশংসিত এই সিলেট ক্রিকেট স্টেডিয়ামের পর্দা উঠেছে গতকাল। প্রাকৃতিক সৌন্দর্যঘেরা নয়নাভিরাম এই স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টেডিয়ামটির সৌন্দর্যে শুধু ক্রীড়া সংশ্লিষ্টরাই নয়, প্রধানমন্ত্রী নিজেও মুগ্ধ।
সময় পেলে এই স্টেডিয়ামের গ্যালারিতে বসে টি-টুয়েন্টি বিশ্বকাপের খেলা দেখারও আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করে ঘুরে দেখেন স্টেডিয়ামের ভেতর। এ সময় ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্য পরিবেশন করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। সিলেটের পর্যটনের বিকাশ ও স্টেডিয়ামে খেলতে আসা দেশি-বিদেশি পর্যটক, খেলোয়াড় ও ক্রীড়ানুরাগীদের জন্য একটি পাঁচতারকা ও আরেকটি উন্নতমানের হোটেল নির্মাণেরও প্রতিশ্রুতি দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মতো স্টেডিয়ামটির সৌন্দর্যের প্রশংসা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।
নৈসর্গিক সিলেটের মাঝে এই স্টেডিয়ামকে একটি অপরূপ স্থাপনা হিসেবে উল্লেখ করেন তারা। চারপাশে চা বাগান, সবুজ টিলা ভূমি, ছায়াবৃক্ষ- এসবের মাঝখানেই গড়ে উঠেছে সিলেট ক্রিকেট স্টেডিয়াম। যেন সবুজ পাহাড়ের গায়ে হেলান দিয়ে আছে একটি মাঠ। স্টেডিয়ামের চারপাশের এই নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ইতোমধ্যে মুগ্ধ করেছে আইসিসি আর বিসিবির কর্মকর্তাদের। সিলেট বিভাগীয় স্টেডিয়ামেই পাহাড়ের গায়ে গড়ে তোলা হয়েছে দক্ষিণ এশিয়ার একমাত্র গ্রিন গ্যালারি।
লাল-সবুজের পতাকার রঙে সাজানো হয়েছে পুরো গ্যালারির আসন। আন্তর্জাতিক মানের অন্যান্য সুযোগ-সুবিধা তো রয়েছেই। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত এই মাঠ। আর গতকাল প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে পূর্ণতা পায় স্টেডিয়ামটি।
প্রায় ৮৭ কোটি টাকা ব্যয়ে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের উন্নয়ন কাজ সম্পন্ন করে আন্তর্জাতিক মানে উন্নত করা হয়েছে।
আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপের (পুরুষ ও মহিলা) ২৮টি ম্যাচ এখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।