আমাদের কথা খুঁজে নিন

   

আমরা েকান গণতেন্ত্রর েদেশ বাস করিছ?

আজকাল বাসে উঠলে মহিলাদের কষ্টের সীমা থাকে না। বিশেষ করে অফিস সময়ে মহিলাদের বাসে উঠাই দায়। কোন কোন সময় বাসে নিলেও তাদের ভোগান্তির সীমা থাকেনা। আচ্ছা আপিন িক বলেত পােরন আপিন েকান েদেশর নাগিরক, জািন বলেবন গণ প্রজাতন্ত্রী বাংলােদশ। িকন্তু এটা বলেত পােরন স্বাধীনতার ৪০বছর পেরও েয েদেশর জনগন গণতেন্ত্রর েকান িকছুই জােন না তােক িকভােব গণপ্রজাতন্ত্রী েদশ বলা হয়? আমােদর েদেশর নােমর আেগ গণপ্রজাতন্ত্রী বাদ িদেয় রাজপ্রজাতন্িত্রক বাংলােদশ।

জািন অেনেকই আমার এই কথায় রাগ করেলন। আপিন একবার ভাল কের িচন্তা করুন আমােদর েদেশর সােবক প্রধানমন্ত্রী খােলদা িজয়া। েস তার মরহুম স্বামী িজয়াউর রহমােনর বদৌলেত েপেয়েছন, খােলদা িজয়ার পর তার পেদ বসেব তার সন্তান তােরক িজয়া। ্এবার অন্য িদেক েখয়াল করুন আমােদর বর্তমান প্রধাণমন্ত্রী েশখ হািসনা তার িপতার বদৌলেত আজ আওয়ািমলীেগর েচয়ারপারসন তার পের তার সন্তান জয় তার পেদ বসেবন। এটা িছল আমােদর েদেশর অবস্থা।

এবার আমরা আেমিরকার িদেক তাকাই? তােদর েডেমােক্রিসর িদেক তাকােল েবাঝা যায় েয তােদর রাষ্ট্র প্রধাণ বা প্রধাণমন্ত্রীেদর পিরবােরর অন্য কােরা রাজনীিতেত িছল িকন্তু তারা আমােদর মেতা পািরবািরক ইস্যু িনেয় রাজনীিতেত েকান েকান্দল সৃিষ্ট কেরন না বা রাজনীিতেত পািরবািরক িবষয়গুেলা এত বড় েদখায় না। আমােদর েদেশর রাজনীিত বলেত নতুন প্রজন্ম বুেঝ িমিটং িমছল এবং টাকা। আর আেমিরকায় যারা রাজনীিতেত প্রেবশ কেরন তারা িনেজেদরেক েদেশর েসবায় িনেবদন কেরন। আমরা েবিশরভাগ েলাক রাজনীিতেত আিস শুধু ক্ষমতা ও টাকার েলােভ। আসুন আমরা এধরেণর রাজনীিত বর্জন কির এবং েদেশ উন্নয়েনর েজায়ার আনার জন্য েয যার জায়গা েথেক উেদ্যাগ গ্রহণ কির।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।