আমাদের কথা খুঁজে নিন

   

েকান সমস্যা নাই

িক েযন িলখব, মমম.... উউউমমম.. ভুেল েগছি।

মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের ভিসা বাতিল করায় আতিঙ্কত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি। মানবাধিকার ও মিডিয়া বিষয়ক এক সেমিনার শেষে বৃহস্পতিবার প্রেস ক্লাবে সাংবাদিকদের তিনি একথা বলেন। পররাষ্ট্র মন্ত্রী বলেন, "এ মুহূর্তে আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেছে বলে আমি মনে করিনা। অনেক দেশেই আমরা মানব সম্পদ রপ্তানি করি।

তাদের মধ্যে কিছু দেশে ফেরত আসে এবং আবারও বিদেশে যায়। " শ্রমিকদের বিদেশে যাওয়া এবং ফেরত আসা একটি 'চলমান প্রক্রিয়া' বলেও জানান তিনি। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সমস্যার সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালরয়ের সঙ্গে পরামর্শ করে পররাষ্ট্র সচিব তার কার্যালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিলেন এবং এ সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন। " বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বুধবার জানায়, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে মালয়েশিয়া ৫৫ হাজার বাংলাদেশি শ্রমিকের ভিসা বাতিল করেছে। যেসব দেশে বাংলাদেশি শ্রমিকরা সবচেয়ে বেশি যায় মালয়েশিয়ার অবস্থান তার মধ্যে দ্বিতীয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, সেদেশে প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্যাপারটা এতই হাল্কা ?? েকান িকছুেতই েকান িকছু না। মন্ত্রী মহোদয়া ক্ষতি পূরন পাবো কিনা সেই কথা বলেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।