আমাদের কথা খুঁজে নিন

   

সংক্ষুব্ধ, ব্যথিত ও হতাশঃ সত্যি সেলুকাস!! কী বিচিত্র বৈচিত্রে ভরপুর আমার এই দেশ!!!!

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি । ব্লগার রাসেল পারভেজ (ডটু রাসেল), মশিউর রহমান বিপ্লব (নেমেসিস/শয়তান) এবং সুব্রতকে গ্রেফতার করা হয়েছে কোন প্রকার আইনগত কারণ/চিঠিপত্র দর্শানো ছাড়াই । তাদের সাতদিনের রিমান্ডে দিয়েছে বিজ্ঞ আদালত। গোয়েন্দা পুলিশ তাদের মিডিয়ার সামনে হাজির করেছে দাগী আসামীদের কায়দায়। মিডিয়ায় সেই ছবি সম্বলতি সংবাদ। সত্যি সেলুকাস!! কী বিচিত্র বৈচিত্রে ভরপুর আমার এই দেশ, দেশের মানুষ কিংবা তাদের অনুভূতি । আজ আমার চোখে ভাসে একটি ছবিই । লুঙ্গি খুলে যেমন বাঙ্গালী তার ধর্মীয় পরিচয় দিয়েছিল ১৯৭১ আমাদেরও কি তাই করতে হবে আজ ?? কীবোর্ডে আর কী লিখব ? আমি সংক্ষুব্ধ, ব্যথিত ও হতাশ ... অন্যায়ভাবে গ্রেফতার করা ব্লগারদের নিঃশর্ত মুক্তি চাই ।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।