আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে হিট হবার সহজ নিয়ম। ( এক বছরের অভিজ্ঞতার আলোকে..)

! প্রতিটি মানুষের বুকেই স্বপ্ন থাকে। সবারি ইচ্ছে হয় নিজের স্বপ্ন গুলোকে ছু’য়ে দিতে। কেউ চায় ছবি আকতে, কেউ চায় গান গাইতে, আবার কেউ চায় লিখে দুনিয়া জুড়ে নাম করতে। আরো কতযে স্বপ্ন থাকে মানুষের! কিন্তু স্বপ্ন দেখা যতটা সহজ তাকে বাস্তবে রুপান্তর করা ততটাই কঠিন। সফল হতে হলে, চাই কঠোর পরিশ্রম।

নিজের প্রতি আস্থা রাখা আর আত্মবিশ্বাস এর সাথে সামনের বাধা গুলিকে অতিক্রম করা। হতাশাকে প্রশয় না দিয়ে লক্ষতে অটুট থাকলে সফলতা আসবেই। ব্লগে যখন লিখতে এসে ছিলাম তখন প্রথম দিকে কেউ আমার লেখা গুলি পড়তে চাইত না। আমার লেখায় বেশি কমেন্ট পড়তো না। তাকিয়ে থাকতাম , কিছু নামি ব্লগারের দিকে।

আহা ,তারা কত ভাল লিখে আর কমেন্ট গুলোও কত সুন্দর! তবে এখন সময় বদলেছে। এখন আমার লেখাও অনেকে পড়ছে। আমি অনেক প্রথম শ্রেনীর ব্লগারদের প্রিয়তে আছি। ব্রগে এসে আমি গল্প লেখার এক নেশায় পড়ি। এখনও লিখছি।

সম্প্রতি কালে আমার সেই সব গল্প নিয়ে তুমি এলে বাদল দিনে নামের একটি গল্পের বইও বাজারে এসেছে। ছাত্র জীবনে একবার সিনেমায় অডিশন দিয়ে চাঞ্জ পেয়ে ছিলাম। শুটিং স্পটে গিয়ে বিচিত্র এক অভিজ্ঞতা হয়। বুঝতে পারি ঐ জগৎটা আসলে আমার জন্য নয়। তাই ফিরে এসেছিলাম।

ইদানীংকালে অনেক নতুন ব্লগার এ জগতে আসছে। অনেক পুরাতনরা চলে গেছে। আবার কোন কোন পুরাতনরা নতুন নামে আসছে। এই আসা যাওয়া চিরকাল থাকবে। শুধু ভালরাই টিকে থাকবে।

সস্তা জনপ্রিয়রা চলে যাবে। যারা ভাল মৌলিক লেখা পোষ্ট করেন তারাই টিকে থাকবে। প্রতেক ব্লগ্রাই লেখা পোষ্ট করে বসে থাকেন কমেন্টের আশায়। যেমন করে মৎস শিকারী ছিপ ফেলে বসে থাকে। কাঙ্খিত সাড়া না পেলে অনেকেই হতাশ হয়।

আমি এই ব্লগে একডজন বন্ধুকে নিয়ে এসেছিলাম। যারা বেশির ভাগই এখন আর ব্লগে নেই। মতিউর ১৯৭৯ নিকের ভাল একজন কবি বন্ধু দীর্ঘনিঃশ্বাস ফেলে একদিন বললো এখানে ভাল লিখেও দাম পেলাম না। সবার উদ্দেশ্যে বলবো দয়াকরে হতাশ হবেন না। ধৈর্য ধরুন।

অন্যর লেখা পড়ুন। কমেন্ট করুন। ভাল লেখার প্রশংসা করুন আর দূর্বল লেখার গঠন মূলক সমালোচনা করুন। মতের অমিল থাকলে নিজের যুক্তি তুলে ধরুন। গালাগাল করার দরকার নেই।

তবে কাউকে তেল মারার দরকার নেই। কারো মন্দ লেখা পড়ে যদি আপনি ব্যাপক পাম দেন, তবে ঐ লোক কখনো আর এর চেয়ে ভাল লিখতে পারবে না। আমি প্রথম দিকে অনেক মাইনাচ পেয়ে বুঝতে পেরেছিলাম লেখার মান বাড়াতে হবে। অনেকে ব্লগে আসেন নিজের দলের চামচামী করতে। ওসব লেখা আর ব্লগার নিয়ে আমি কোন কথা বলবো না।

কারন দলীয় কর্মিরা কোন যুক্তি মানেনা। তাই দলবাজদের এড়িয়ে চলাই উত্তম। প্রতিটি কমেন্ট এর মাধ্যেমে আপনার ব্যাক্তিত্ব ফুটে উঠে তাই কমেন্ট করার আগে প্লিজ আরেক বার ভাবুন। কপি পেষ্ট করে আলোচিত হওয়ার চেষ্টা পরিহার করুন। মৌলিক লেখা দিন।

প্রয়োজনে লিংক ব্যাবহার করুন। আশা করছি সামনে এগিয়ে যেতে কোন সমস্যা হবেনা আপনার। আর হ্যা ভাল লাগলে পিলাচ দিতে ভুল করবেন না। উপদেশ দেওয়া ভারি বিরক্তির কাজ। আপনার বিরক্ত হলেও আমার কিছু যায় আসেনা।

কেননা মাইনাচ বাটন নেই! হা ঃ হাঃ  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.