Engineer Ashikujjaman Ashik আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ কাপড় পরিষ্কার করা। প্রতিদিনের পরিধানের কাপড় পরিষ্কার করার ক্ষেত্রে দেখা যায় প্রায় প্রতিদিনই আমাদেরকে কাপড় ধুতে হচ্ছে। ব্যাস্ত জীবনে আমরা কাপড় ধোয়ার ক্ষেত্রে যত্নআত্তি করতে খেয়াল করতে পারিনা। অনেকেই জানিনা কাপড় ধোয়ার জন্য কাপড়ের ধরনের প্রতিও নজর দিতে হয়।
আমাদের কাপড়ের উপাদান বিভিন্ন রকমের হয়ে থাকে।
সুতি, সিল্ক বা জর্জেট। আবার কাপড়ের রঙ বুঝেও কাপড় ধুতে হয়। সাদা কাপড় আর রঙিন কাপড় ধোয়ার আলাদা আলাদা নিয়ম রয়েছে। আসুন দেখে নেয়া যাক কাপড় ধোয়ার নিয়মাবলী।
-সুতি কাপড় ধোয়ার ক্ষেত্রে গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে কাপড় কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুলে কাপড় ভালো পরিষ্কার হয়।
-সুতি কাপড় কড়া রোদে শুকালে তা কাপড়ের জন্য ভালো হয়।
-রঙিন সুতি কাপড় ধোয়ার জন্য গরম পানি ব্যবহার না করে ঠান্ডা পানি ব্যবহার করুন।
-রঙিন কাপড় ধোয়ার ক্ষেত্রে নতুন কাপড় প্রথম ধোয়ার দিন ঠান্ডা পানিতে এক মুঠো লবণ আর সাথে কিছু সিরকা দিয়ে কাপড় কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এতে কাপড়ের রঙ কম যাবে।
-পোশাকের রঙ ঠিক আছে কিনা তা বোঝার কিছু পদ্ধতি রয়েছে যেমন প্রথমে কাপড়টির এমন একটি অংশ ভেজান যেটা সহজে দেখা যায়না, তার ওপর সাদা কাপড় রেখে ইস্ত্রি করুন।
এর পরেও যদি সাদা কাপড়ের রং সাদাই থাকে তাহলে বুঝতে হবে রং পাকা। আরেকটি পদ্ধতি হচ্ছে রঙিন পোশাকের অর্ধেকটা রোদে মেলে রাখুন। বাকি অর্ধেক ঢেকে রাখুন। কিছুক্ষণ পর লক্ষ করুন। রঙের কোনো পার্থক্য চোখে পড়ছে কি না।
-সিল্ক বা জর্জেট জাতীয় কাপড় ধোয়ার ক্ষেত্রে খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা পানিতে ধুবেন না।
-সিল্কের কাপড় ধোয়ার সময় খুব বেশি না রগরানোই ভালো।
-রান্না ঘরে ব্যবহার করার ফলে কিচেন এপ্রোন, ন্যাপকিনে তেলচিটে ময়লা হয়ে যায়। এসব পরিষ্কার করতে সাবান গুড়ো ও ওয়াশিং পাউডার পানিতে ফেলে ফুটিয়ে নিন। এরপর চুলার আঁচ কমিয়ে এতে প্যারাফিন গুলে নিন।
এবার কাপড়গুলো ভিজিয়ে নিন। দেখবেন তেল চিট চিটে ভাব চলে যাবে।
-উলের কাপড় ধোয়ার সময় তা হালকা গরম পানিতে ডিটারজেন্ট গুলে ভিজিয়ে রেখে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। উলের কাপড় বেশি কাচার প্রয়োজন নেই আর রগরানোরও প্রয়োজন নেই।
-শার্টের কলারের দাগ তুলতে আগের রাতে সেইসব দাগে ট্যালকম পাউডার লাগিয়ে রেখে দিন।
পরের দিন ধুয়ে ফেলুন স্বাভাবিক নিয়মে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।