আমাদের কথা খুঁজে নিন

   

প্রচার বিমুখ জামদানীর ব্যবহার জানুন

জামদানী শাড়ী কি? ------------------------------------------------------------------ জামদানী শাড়ী মানে সম্পূর্ণ হাতে তৈরি রেশম এবং তুলার সুতার সংমিশ্রনে প্রস্তুত এক ধরনের শাড়ী যা মোঘল আমল থেকে এখনো সর্বজন সমাদৃত । জামদানী শাড়ীর ডিজাইন গুলো জ্যামিতিক, ওজনে হালকা এবং ব্যাবহারে অনেক আরামদায়ক হয়। তাই অভিজাত মহিলাদের কাছে এই শাড়ীর কদর অনেক। জামদানী শাড়ী ২ প্রকারঃ ১) হাফ সিল্ক জামদানী – যার আড়াআড়ি সুতাগুলো হয় রেশমের আর লম্বালম্বি সুতাগুলো তুলার হয়। ২) ফুল কটন জামদানী- যা সম্পূর্ণ তুলার সুতার তৈরি।

(আমাদের Visit করুন http://www.facebook.com/jamdanis) জামদানী শাড়ী কত প্রকার? --------------------------------------------------------------------- জামদানী শাড়ী ২ প্রকার: ১। হাফ সিল্ক জামদানী – যার আড়াআড়ি সুতাগুলো হয় রেশমের আর লম্বালম্বি সুতাগুলো তুলার হয়। ২। ফুল কটন জামদানী- যা সম্পূর্ণ তুলার সুতার তৈরি। নকল জামদানী ও সস্তা জামদানী -------------------------------------------------------------------- বাজারে ২০০০/৩০০০ টাকায় জামদানী শাড়ী পাওয়া যায়, যা কিনা সিল্কের পরিবর্তে নাইলন সুতায় তৈরি হয়।

অতএব নাইলন সুতার শাড়ী সহজেই ফেসে যায়। এসব শাড়ীর আঁচলের দিকে বেশি কাজ থাকে আর বডিতে ধীরে ধীরে ডিজাইনের ঘনত্ব কমতে থাকে এবং শুরুর দিকে ৩ হাত ফাকা থাকে । অন্যদিকে আসল জামদানী শাড়ীর আঁচল থেকে সম্পূর্ণ বডিতে একই ঘনত্বের ডিজাইন থাকে। সুতরাং সস্তায় জামদানী কিনে পস্তাবেন না। বিস্তারিত জানুন এখানে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.