আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ থেকে ভেরিফাই পেপাল অ্যাকাউন্ট !!!

বিসমিল্লাহির রহমানির রহিম
আপনারা সকলেই জানেন বর্তমান বাজারে উইন্ডোজ ফোনের চাহিদা তুলনামুলকভাবে বেড়েই চলেছে । আর আশা করা হচ্ছে উইন্ডোজ ফোন ৮.১ আপডেট আসলে উইন্ডোজ ফোন বিশেষ করে বাংলাদেশের বাজারে এন্ড্রয়েডকে টেক্কা দিবে । যাই হোক বর্তমানে অনেক উইন্ডোজ ফোন ব্যাবহারকারী আছেন । আপনাদের জন্য আমার আজকের এই টিউন ।
এন্ড্রয়েড ফোনে খুব সহজেই MX Player বা অন্যান্য প্লেয়ার দিয়ে .mkv সহ অনেক ফরম্যাটের ভিডিও চালানো যায় ।

উইন্ডোজ ফোনে .mkv প্লেয়ার পাওয়া যায় মাত্র ৩টি। ১ - YX Player ২ - Moliplayer Pro ৩ - MoliPlayer
এর মধ্যে Yx Player ডলার খরচ করে কিনতে হয় এটা ডেমো চালানোর উপায় নেই । আর মলিপ্লেয়ার প্রো ডেমো চালানো যায় যার মেয়াদ থাকে ১৫ দিন এরপর হয় সফটওয়্যারটি কিনতে হয় অথবা Uninstall করে পুনরায় Install করে আবার ১৫ দিন মেয়াদ বাড়ানো যায় । এজন্য সম্পূর্ণ ফ্রি হিসাবে আমরা শুধু মলিপ্লেয়ার চালাতে পারি । এখন আমি আপনাদের মলিপ্লেয়ার ফ্রি ভারসনের ডাউনলোড এবং ইন্সটল পদ্ধতি বলছি
যেভাবে ইন্সটল করবেন:
১ প্রথমে রিজিয়ন চেন্জ করে চায়না সিলেক্ট করুন।


২ এরপর এই লিংক http://goo.gl/1Z2gBi থেকে অথবা রিজয়ন চেন্জ করার পর Store এ Moliplayer লিখে সার্চ করুন এবং ইন্সটল করুন ।
৩ এরপর weibo.com এ গিয়ে ইমেল আইডি এবং পাসোয়ার্ড দিয়ে একাউন্ট খুলুন। weibo.com এর ভাষা সম্পূর্ণ চাইনিজ একে ক্রোম ব্রাউজার বা ট্রান্সলেটর টুল দিয়ে ভাষা ইংলিশে ট্রান্সলেট করে নিন ।
৪ weibo তে একাউন্ট খোলার সময় মোবাইল নাম্বার চাবে । মোবাইল নাম্বার না দিয়ে ঠিক নিচের নীল লিঙ্কটিতে ক্লিক করুন এবং সব তথ্য দিয়ে একাউন্টটি খুলুন ।


৫ এবার মলিপ্লেয়ার ওপেন করুন।
৬ একটা চাইনিজ ভাষাযুক্ত পেজ আসবে। একেবারে নিচের আপশনে ট্যাপ করুন।
৭ এবার দুটো খালি ফিল্ড যুক্ত পেজ আসবে। প্রথমটায় আপনার ওয়েবু একাউন্ট এর মেইল আইডি এবং দ্বিতীয়টায় পাসোয়ার্ড দিয়ে নিচের অপশনে ট্যাপ করুন।


৮ এবার ক্যাপচা চাওয়া হবে সেটা দিয়ে আবার একই অপশনে ট্যাপ করুন।
৯ এরপর দুটি পেজ আসবে প্রত্যেকটার ডানপাশের হাইলাইটেড অপশনগুলোতে ট্যাপ করুন।
১০ এরপর একটা পেজ আসবে সেখানে কতগুলো চেকমার্ক থাকবে সবগুলো আনচেক করে ডানের অপশনে ট্যাপ করেন।
ব্যাস হয়ে গেল মলিপ্লেয়ার ফ্রি ভার্সন ইন্সটল।
উইন্ডোজ ফোন ৮ সম্পর্কিত যাবতীয় যে কোন সমস্যায় আমাকে জানাতে পারেন ।

আশা করি সমাধান পাবেন ।
আমার ফেসবুক আইডি - facebook.com/ravenous10
অথবা মেইল করতে পারেন - ravenous.exe@live.com
আমি এবার এইচ এস সি পরীক্ষার্থী । সবাই আমার জন্য দোয়া করবেন ।

সোর্স: http://www.techtunes.com.bd     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.