ব্লগে অনিয়মিত। আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন, অষ্ট্রেলিয়া ট্যুরে ভারত সফলতার সহিত হোয়াইটওয়াশ হয়েছে, কিন্তু যেটা খুব সহজে হতে পারতো সেটা হয়নি। অষ্ট্রেলিয়া প্রথম ইনিংসে যেই রান করেছে, ভারত দুই ইনিংসে সেই রান করতে পারে নাই, তার মানে সাদা চামড়ার ফাউলগুলা যদি পাকনামি না কইরা ভারতে ফলোঅনে ফালাইয়া দ্বিতীয় বারের মত মাঠে নামাইয়া দিত, তাহলে ইনিংসে তো হারতোই, খেলাও ৫ দিন মাঠে গড়াতো না। এই ধরনের চরম ফাইজলামি মূলক খেলার জন্য অষ্ট্রেলিয়াকে কোটি কোটি মাইনাস। যত রানেই হারুক, ইনিংস ব্যাবধানে হারার মহাত্বই আলাদা। আমি এখানে টাকা পয়সার লেনদেনের গন্ধ পাচ্ছি। ভারতের বিশাল ব্যাটিং লাইনআপকে একটা সুযোগ দিয়ে লাষ্ট টেষ্টটা ড্র করারনের একটা সুযোগ দেওয়া হয়েছিলো বলে আমার ধারনা, এবং এই কাজে কোটি কোটি ডলারের লেনদেন হয়েছে বলেই আমার দৃড় বিশ্বাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।