আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে এলাম ঠাকুরগাঁও

জীবন একটাই তাই যা করার ভেবে চিন্তে করতে চাই........ প্রায় দুই বছরের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবেশেষে ঘুরে এলাম উত্তরের জেলা ঠাকুরগাঁও। প্রথমে নীলফামারীর সৈয়দপুর তারপর দিনাজপুরের পার্বতীপুর এবং সবশেষে ঠাকুরগাঁওয়ে গিয়ে থামালাম রথ। রোববার সন্ধ্যায় দেখা হল সেখানকার হোস্টের সাথে। অদেখা আপনজন। তারপর তিনদিন ঘুরলাম ধুলার শহর ঠাকুরগাঁও।

হাটলাম টাঙ্গনের তীর ঘেঁষে সকালের মিঠা রোদ গায়ে মেখে। গল্প করলাম পীরগঞ্জের ফানসিটির গাছ তলায় বসে। আর মঙ্গলবার দেখে এলাম রাণীশংকৈলের রাণী সাগর যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য্ দেখে মুগ্ধতায় ডুবে গেলাম। মাটির ঘর আর ধুলো উড়া রাস্তায় ভ্যানে বসে সরিষার ক্ষেত দেখলাম। রাণী সাগরের বিশাল এলাকা হেঁটে হেঁটে দেখলাম।

বসলাম লিচু গাছের নীচে। নরম হাতে মাথার চুলে হাত বুলানো এখনো মনে পড়ছে। ফেরার পথে রাতের হিমেল হাওয়া আর হুডতোলা রিকশায় হোটেলে ফেরা সে এক অন্য রকম অনুভূতি। ভালই লেগেছে................... ভালই কেটেছে কয়েকটি দিন................. পেশাগত দিনগুলোতে নিরামিষ হয়ে যাওয়া জীবনটাতে একটু আমিষ যোগ হওয়াটা মন্দ কী!!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.