আমাদের কথা খুঁজে নিন

   

সুখীমানুষের দেনা পাওনা।

সুখীমানুষ সমুদ্রকে দিলাম দু'ফোটা নোনা জল দিলাম আকাশকে শুন্যতা একবুক। বৃষ্টি বল্লো, আমাকে কি দিলে? দিয়ে দিলাম মন খারাপ এক মুঠো। "আমি" আমারে সুধায় নিজে কি পেলে? আমি কে আমি বলি পেলাম অন্ধকার, কেবলই আমার করে। আর কারে কি দিলে? সুখীমানুষ হবার ছিলো আজন্ম সাধ সেই সাধ দিয়েছি বেঁধে জোনাকীর পিঠে নিভেও নিভেনা জ্বলে জ্বলে ওঠে। সুখীমানুষ হবার সাধ আমার আজন্ম তিয়াসী সাধ। ২১-মে-০৯, ঢাকা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।