অব্যাহত দরপতনের প্রেক্ষাপটে পুঁজিবাজার স্থিতিশীল করার দাবিতে মঙ্গলবার রাজধানীর মতিঝিল এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা। সোমবার মতিঝিল এলাকায় প্রতীকী লাশ নিয়ে মিছিল ও বিক্ষোভের পর বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ এই কর্মসূচির ঘোষণা করে। এরপর ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে থেকে আট বিনিয়োগকারীকে আটক করেছে পুলিশ। ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে দাঁড়িয়ে পরিষদের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম বলেন, “সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমাদের হরতাল চলবে।” পুঁজিবাজারবান্ধব মুদ্রানীতি প্রণয়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থে সরকারের ঘোষণা করা প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি। পরিষদের সভাপতি মিজান উর রশীদ চৌধুরী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে হরতাল করবো। পুলিশ বাধা দিলে তা প্রতিহত করা হবে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।