আমাদের কথা খুঁজে নিন

   

আমার খেলার সাথী........(১৮+)শুধুই গপ্প নয় বাস্তবের অন্তমিল

স্বপ্নময়ী আমি স্বপ্ন দেখি সবসময় সুন্দরের...... ওছিল আমার খেলার সাথী। ওর কি নাম দেব ভেবে পাচ্ছি না। আচ্ছা মনে করেন ওর নাম,ফ। ছোট বেলা থেকেই একসাথে বেড়ে উঠা। একসাথে স্কুলে যাওয়া।

ওদের বাড়ি ছিল আমার বাড়ির পাশে। ওঅধিকংশ সময় আমাদের বাড়িতে থাকত। যেহেতু একই ক্লাশে পড়তাম,তাই আমাদের বাড়িতে ও আমার সাথে পড়তে বসত। ওর সাথে আমি ঘুড়ি উড়াতে যেতাম,মাছ ধরতাম,পুকুরে সাঁতার পাল্লা দিতাম,পাখির বাসায় হানা দিতাম,কখনো যেতাম শাপলা শালুক তুলতে। আমি তখনো ক্লাস ফোরে পড়ি।

ওর সাথে খেলতাম পুতুল খেলা। খেলতাম বর বউ খেলা। যেতাম বনে বাদড়ে কিসমিস সংগ্রহের জন্য। আগের দিনে গ্রামে ছেলেমেয়েরা একসাথে খেলা করতে পারত,গল্প শুনতে পারত। কিন্তু আজকাল সেই জামানা আর নেই।

আমরা চাদনীরাতে উঠানে পাটি বিছিয়ে গল্প করতাম। আমার এক দাদি ছিল। যে ছিল গপ্প করার ওস্তাদ। আমরা সকলে গোল হয়ে তার গপ্প শুনতে বসতাম। হাজার বছর ধরে উপন্যাসের গল্পের মত আসর জমত।

আর এক চাচা ছিল যে খু্‌বই সুন্দর করে পুথি পড়ত। আর আমরা গভীর মনযোগ দিয়ে তার পুথি পড়া শুনতাম। আর আজকালের ছেলে মেয়েরা গপ্প শুনতে পারে না,তাদের নানা নানির কাছে। তাদের ওত সময় নাই। তারা অনেক ব্যস্ত।

তারা টিভিতে কার্টুন দেখে অবসর সময় পার করে। নাইলে কমপিউটারে গেম খেলে মেধা ঝালাই করে। তাদের কাছে এসব গপ্প ভালো লাগে না। তাদের কাছে এসব গপ্প বড়ই সেকালে মনে হয়। এভাবে চলছিল আমার খেলার সাথী ফ ও আমার মধ্যকার সম্পর্ক।

ও আবার পড়ালেখায় ছিল খুবই অমনোযোগী। বরাবরই পরীক্ষায় খারাপ করতো। একারণে আমার সাথে পড়তে বসত প্রায়দিন। কিন্তু ওর সাথে আমার কোন সময় হিংসা না থাকলে ও পড়ার সময় রাজ্যের হিংসা এসে ভর করত। ও সাথে আমি পড়তে বসতে চাইতাম না।

এর কারণে অনেকদিন নিজের বাপের কাছে মার খেয়েছি। কিন্তু ও বরাবরা মতো আমার সাথে পড়তে বসতে আপত্তি করত না। ওকে আমি যদি কখনো কখনো মারতাম। তবুও ও কখনো প্রতিবাদ করতো না। এ কারণে ওকে আমার ওকে খুবই ভাল লাগতো।

আস্তে আস্তে দিন যেতে লাগত,সময় যেতে লাগল। আমরা ও চলতে লাগলাম সময়ের সাথে (চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.