আমাদের কথা খুঁজে নিন

   

খেলার খবর

fine

প্রথমবারের মতো ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা ঘটছে। দেশের মাঠে সিনিয়র দল একটি সিরিজ খেলতে খেলতেই আর একটা দল বিদেশে চলে যাচ্ছে। দুটোই সিনিয়র দল। 'এ' দল কিংবা কোনো বয়সভিত্তিক দল নয়। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট খেলছে ভারত।

তারপরই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু সেই সিরিজ খেলবেন না দলের ছয় সিনিয়র ক্রিকেটার। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিসহ বীরেন্দ্র শেবাগ, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ এবং হরভজন সিং কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলে কোচ গ্যারি কার্স্টেনের সঙ্গে উড়ে যাবেন দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকায় তিনটি টেস্ট খেলবে ভারত। প্রথমটি শুরু হবে ১৬ ডিসেম্বর সেঞ্চুরিয়ানে।

ওদিকে ভারত-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ২৮ নভেম্বর গুয়াহাটিতে। পঞ্চম ও শেষ ওয়ানডে ১০ ডিসেম্বর চেন্নাইতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে বলা হয়েছে প্রোটিয়াসদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেয়া হয়েছে। কারণ তাদের সবাই ছোটখাট ইনজুরিতে ভুগছেন। শনিবারই ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে।

তাতে ধোনির নেতৃত্বেই খেলছে তারা। আর একই দিন কিউই ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৪ জনের দলের অধিনায়ক হয়েছেন গৌতম গম্ভীর। টেস্ট দলে জায়গা হয়নি যুবরাজ সিংয়ের। তবে ওয়ানডে দলে রয়েছেন তিনি। টেস্ট দলে বিশ্রাম নিয়ে ফিরেছেন জহির খান।

ওয়ানডে দলে রয়েছেন বিরাট কোহলি, যুবরাজ, সুরেশ রায়না, ইউসুফ পাঠান, মুনাফ প্যাটেল, বিজয় মুরালি ও রবীন্দ্র জাদেজারা। টেস্ট দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শেবাগ, গম্ভীর, দ্রাবিড়, শচীন, লক্ষ্মণ, রায়না, হরভজন, জহির, ইশান্ত, বিজয় মুরালি, চেতেশ্বর পূজারা, ঋদ্ধিমান, উনারকাট, উমেশ যাদব ও প্রজ্ঞান ওঝা। ওয়ানডে দল: গৌতম গম্ভীর (অধিনায়ক), বিজয় মুরালি, বিরাট কোহলি, যুবরাজ, রায়না, তিওয়ারি, ঋদ্ধিমান, রবিচন্দ্রন অশ্বিন, প্রবীন কুমার, বিনয় কুমার, মুনাফ প্যাটেল, শ্রীশান্থ , ইউসুফ পাঠান ও রবীন্দ্র জাদেজা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.