সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না.... আমাদের মহান বন্ধু! স্বাধীনতার ঋন শোধিতে নত হতে হতে মাটিতে সিধিয়েও আরও নত হতে চাই... আর সেই উপুর বাংলাদেশের উপর ঘৃন্য নৃশংস, বর্বরতম বলাৎকার করে বিএসএফ। কষ্টে চোখ ফেটে আসছিল... একটা একে৪৭ .. হাত নিশপিশ করে.. একটা একটা করে কুত্তার বাচ্চাদের খতম করে তবেই যদি শান্তি মিলে... অসহায় আক্রোশে দেখি বাংলাদেশকে নগ্ন করে বিএসএফ লুঙ্গিতো নয়-যেন জাতীয় পতাকাটাকে ছিড়ে ফেড়ে দেয়! নগ্ন রাষ্ট্রপ্রধান! থুড়ি কি বলি নগ্ন এক আমজনতা- নগ্ন পুরো বাংলাদেশ বিশ্ব দরবারে মেরুদন্ডহীন এক বাংলাদেশ!!! হাত-পা বাঁধা জাতীয় জীবন যেন সীমান্তের ওপারে হাত-পা বাধা বাংলাদেশ ক্রুশে ঝূলে বাংলাদেশ বাঁশের নিমর্ম আঘাতে কাৎরায়... ওফ কি অহস্য মাগো.. নগ্ন বাংলাদেশ! নগ্ন পররাষ্ট্রনীতি! নগ্ন দালালী! নগ্ন চামচামী! যেন ধৌলাই খায় সবস্ব যাদের পায়ে সপেছে চেতনার সরকার! একটা একে ৪৭ চাই আমি সরকার বুঝিনা বিরোধী দল বুঝীনা আমি রাজনীতি বুঝিনা আমি চানক্য কৌশল বুঝিনা মোটা দাগে, মোটা মাথায় মোটা কথায় পিডা শুয়রগো পিডাইত পিডাইতে অমন কইরা ণ্যাংটো কর জানোয়াররা হাত পা ধইরা কানলেও খবরদার মনে করবি তোর দেশরে নেংটো করছে তোর জাতিরে ন্যংটো করছে.. পিডা অবিরাম।। যতক্ষন আমার স্বাধীনতা, ইজ্জত, আর সার্বভৌমত্ব নিরাপদ না হয়।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।