কবিতাও আজকাল বাসস্থান সংকটে ধুকছে
মাথাভর্তি এলোমেলো লাইন আবাসন খোঁজে ফিরছে।
বাবুই যেন তালের ডালে নিপুন ছন্দে বাসা বুনে যায়
তেমনি অসংখ্য পংক্তি-লাইন মেলা বসিয়েছে যেন।
মাতাল বাবুইয়ের দল বিরামহীন বাসা বুনে যায়,
যেন অবিশ্রান্ত ক্লান্তিহীন প্রচেষ্টায় একটু একটু করে কাজ শেষ করে,
অহংকারী পাখি এবার মুগ্ধ চোখে দেখে তার বাসা
একটা শক্ত কবিতার আকৃতি নিয়েছে, হাসে বাবুই।
কালো মেঘ কিংবা ঝড়ো হাওয়া কত ঠুনকো
পাখির চোখে আনন্দের জল,
কবি এসেছেন নতুন এই কবিতা পড়তে।
কি দেখছেন মিঃ কবি সাহেব.।
.। .। .। .। ? বাবুই শুধায়,
তোমার ঘর কিংবা কবর - কবি উত্তর দেয়
আবার ও হাসে বাবুই- তাচ্ছিল্লে ভরা সেই হাসি।
কবির কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে,
অনেকক্ষণ ধরেই একটা সাপ অল্প অল্প করে এগিয়ে এসেছিল,
বাবুই আবারও খল খল করে হেসে উঠে- কি কবি কি ভাব?
কবি ভেজা চোখে তাকিয়ে আছে পাখিটার দিকে।
পাখিটা খুব কস্ত করে জানতে চায়- কবি এইই কি মৃত্যু?
কবি ভাবে এ প্রস্নের উত্তর এখনি দিতে আমি পারবনা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।