আমাদের কথা খুঁজে নিন

   

অসুস্থ রোগীর ছবি দেখিয়ে প্রতারণা : আটক ৬

আমার একটা নদী ছিল জানলো না তো কেউ ঢাকা: অসুস্থ রোগীর ছবি দেখিয়ে প্রতারণার অভিযোগে ৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- শামসুল আরেফিন রানা (২৪), ইব্রাহীম খলিল ফয়সাল (১৮), শাকিল হোসেন (১৮), নাজমুল হুদা সাগর (১৯), খোরশেদ কামাল উজ্জ্বল (১৯) ও রেজওয়ান হোসেন (১৮)। গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, বাক্সের গায়ে অসুস্থ রোগীর ছবি লাগিয়ে লোকজনের কাছ থেকে টাকা তুলতো এই প্রতারক চক্র। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা পুলিশের লালবাগ জোনের এসি হাসান মোস্তফা স্বপনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার বিকেল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন রাস্তার মোড় এবং বিপনী বিতানের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানে রূপসী বাংলা মোড়, বাংলামোটর ট্রাফিক সিগন্যাল এবং বসুন্ধরা শপিং মলের সামনে থেকে প্রতারকদের আটক করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত টাকা ভর্তি ৮টি বাক্স উদ্ধার করা হয়। আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানান, “তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুস্থ রোগীর ছবি ও একাউন্ট নম্বর একটি কাগজের বাক্সে লাগিয়ে মানুষকে আবেগতাড়িত করে টাকা আত্মসাৎ করে আসছেন। ” তারা আরো জানান, “ঢাকা মহানগরীর ১৯টি পয়েন্টে এরকম একাধিক দল প্রতারণামূলকভাবে টাকা উত্তোলন করে আসছেন। এই প্রতারক চক্রের অন্যতম দলনেতার নাম শামসুল আরেফিন রানা।

’’ ‘‘গ্রেফতারকৃত আসামিরা সকলেই ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। দলের অন্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ” ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।