আমার লেখায় আমি
রাত তখন বাজে 3.30 টা প্রায় । ঘুমটা হঠাৎ ই ভেঙ্গে গেলো । গলা শুকায়ে কাঠ, মাথাটা মনে হচ্ছিল নিচের দিকে পরছে আর আর পরছে । বুঝলাম জ্বর আসছে আমার । অনেক খুজেও পুরো ফ্ল্যাট এ পানির নাম নিশানা পেলাম না ।
আম্মারা থাকে 3 তালায় আর আমি একা 5 তালায় । এতো রাতে কি ওদের ডাকা ঠিক হবে ? না থাক । বেচারির আবার সকালে উঠেই কাজে লাগতে হবে । শেষ পর্যন্ত ফোন দিলাম আনিকা কে । কিন্তু ওর শরীর টাও খারাপ গত রাত থেকে .. ঘুমাচ্ছে মনে হয়...ফোনটা বেজেই যাচ্ছে.....ধরল না কেউ.....
জ্বর হলে আমার কেন জানি নিজেকে অনেক অসহায় লাগে, মনে হয় আহা আনিকা যদি এ সময় মাথার কাছে বসে থাকতো..ওর হাতটা আমার কপালে রাখতো আর আমি আদুরে বেড়ালের মতো গুটিশুটি মেরে শুয়ে থাকতাম....সকাল বেলা আবার ফোন করলাম ওকে.....বললাম আমাদের যখন বিয়ে হবে তুমি সারাদিন আমার কাছে বইসা থাইকো?.. ও বললো ... থাকবো তো....সারাদিন বসে থাকবো......
এখন আমি 5 তালায় ।
শুয়ে থাকতে ভালো লাগছিল না তাই ব্লগ লিখতে বসছি । জ্বর আছে এখনো । আজকে অফিসে যাই নাই । আজ এই পর্যন্তই থাক । মনিটর টার দিকে তাকালে কেমন জানি মাথা ঘুরাচ্ছে, মনে হচ্ছে পুরো মনিটরে শুধু অসংখ্য রঙের নাচনাচি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।