এখন বয়স কম। তবে মনেহয় একটু বেশিই বুঝি। ভাইয়ারা। একটু আগে উবুন্তু সেটাপ দিলাম। কিন্তু কিছুইতো বুঝতেছিনা।
একটু হেল্প করেন। অন্তত উত্তর গুলা না দিতে চাইলে কোন পোস্টের লিঙ্ক দেন।
১। উবুন্তুর programme file কই থাকে? যদি programme file বইলা কিছু না থাকে তাহলে যেই সফট গুলা ইন্সটল দিলাম সেগুলা কোথায় পাব?
২। windows এর software গুলা উবুন্তু তে চালানোর উপায় আছে? থাকলে কিভাবে?
৩।
উবুন্তুর software পাওয়ার কয়েকটা ওয়েব address দেন। ।
অনেক software ই ওদের store এ পাচ্ছিনা
৪। task manager আছে? থাকলে শর্ট কোদ কি?
আমি ubuntu-11.10-desktop-i386_2 ভার্সন চালাইতেসি।
বিঃ দ্রঃ আমি একেবারেই নতুন।
আজ ই প্রথম উবুন্তু চোখে দেখলাম। প্রেমে পরে গেছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।