আমাদের কথা খুঁজে নিন

   

ubuntu

আমিও একদিন মানুষের কথা বলবো, মানুষের পক্ষথেকে।

ভাইরাস এর জ্বালায় ubuntu ব্যবহার শুরু করছিলাম কিন্তু পদে পদে আটকায় যাই। প্রতিদিন কম্পু চালু করলে নতুন সমস্যা। তাও উইন্ডোজ এ ওপর বিরক্ত হয়া ১০ দিন ব্যবহার করছি। আজ চালু করতেই লিখা ওঠে GRUB।

এটা আর সরাইতে পারলাম না। ubuntu দিলাম Delete কইরা। কিন্তু ubuntu ছারা ভালো লাগতাছে না। কেমন যেন খালি খালি লাগে। কি যে করি? এমন কেউ আছেন নাকি যে ubuntu সম্পকে সব জানেন? যাকে যে কোন সময় সমস্যা নিয়া ফোন দিলে বিরক্ত হবেন না।

থাকলে একটু আউয়াজ দেন। অনেক কষ্টে আছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।