আমাদের কথা খুঁজে নিন

   

খুলনার কিছু পপুলার খাবার। যা আপনি অবশ্যই খেতে miss দিবেন না(কমদামি সবকিছু কইলাম..

Sometimes people deserve to have their faith rewarded. খুলনার কিছু জনপ্রিয় খাবার ও তাদের দোকান এর ঠিকানা দেয়া হল। আপনি খুলনায় আসলে অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন । দাম ও বেশি না । আমি আবার একটু ভোজন রসিক তো তাই খাবার এর ঠিকানা ভালো জানি কিন্তু এতো খাওয়ার পর ও সেই চিকনই থেকে গেলাম যাউক গা। ফাও প্যাঁচাল না মাইরে কাজের কথায় আসি .... ১।

১টাকার পুরিঃ এই দামের বাজারে এখনও ১টাকায় পুরি পাবেন স্টার সিনেমা হল এর কাছে । মীনা বাজার এর পাসে দেয়া যে রোড গেছে, ওইটা ধরে সোজা কিছুদুর গেলেই দোকান টা পাবেন। ছোট দোকান । অর্ডার দেয়া কিছুক্ষণ দারায় থাকা লাগতে পারে । কিন্তু খেয়ে টেস্ট অসাধারন ২।

চুকনগর এর খাসিঃ আমি বলতে পারি আমার জীবনে খাওয়া সেরা খাসীর মাংস । কি টেস্ট আহা ৭০ টাকা ১পিস। সোনাডাঙ্গা বা গল্লামারি বাস স্ট্যান্ড থেকে বাস এ উটবেন। আপনাকে চুকনগর আব্বাস এর হোটেল এর সামনে নামায় দিবে । বাস ভাড়া ৪০ টাকা নিতে পারে ।

৩। মান্নান এর চটপটি/ফালুদাঃ শুধু চটপটি বেচেই ৪তালা বাড়ি,ঠিক যেন বাংলা সিনেমা !! হাদিস পার্ক এর বিপরিতে দোকান । চটপটি,ফালুদা সব ই ৩৫টাকা। টেস্ট নিয়া কিছু না বল্লেও চলবে। খুলনার সবাই অই দোকান সম্পর্কে জানে ।

৪। পি,টি,আই মোড়ের মিনি চাইনীজঃ দুইটা দোকান আছে । যেইটা বড় অবশ্যই সেইটা তে ঢুকবেন,তাও কি কয়া দেয়া লাগব? কম দামে সব কিছুই পাবেন । দোপেয়াজা খেয়ে দেখতে পারেন । আমার খুব প্রিয় ৫।

হোটেল রয়াল এর ফালুদাঃ দামি হোটেল,তাই দাম ও একটু বেশি । ৮০-৯০ টাকায় পাবেন । রয়াল হোটেল যাওয়া নিয়া চিন্তা নাই । খুলনায় এমন কোন রিকশাআলা নেই যে চিনে না । ৬।

বাবার দোয়ার মোরগ- পোলাও ঃ কুয়েট এর পিছনে দোকান । খুলনা থেকে ২৫টাকা স্কুটার ভাড়া নিতে পারে ফুলবাড়িগেট (কুয়েট) খেয়ে দেখতে পারেন । কুয়েটের সবাই এর নাম জানে । দাম ৫০ টাকা এক প্লেট মাত্র ৭। EFC এর fried chickenঃ পাইওনেয়ার কলেজ এর কাছেই ।

দাম ৬৫টাকা মাত্র । এখানে fan fair এর পিজা ও খেয়ে দেখতে পারেন। প্রায় বিপরীত পাশেই দোকানটা । ৮। ফ্রেন্ডস কর্নারঃ জিলা স্কুল এর কাছে দোকান।

২ টাকা সিঙ্গারা, সামুছা, ৫ টাকা মোগলাই, ১০ টাকা বার্গার !!! টেস্টও অন্য যে কোন দোকান এর থেকে ভালো । ৯। ডিলাক্স এর ফালুদাঃ খুলনায় ফালুদা জনপ্রিয় করার মুল কারিগর। পিকচার প্যালেস মোড়ে অবস্থিত দোকানটা। মান আগের চেয়ে অল্প কমে গেলেও খেতে অনেক ভালই ।

১০। হারুন হোটেলের খাসীর মাংসঃ দৌলতপুর এ অবস্থিত। খুলনা থেকে দৌলতপুর স্কুটার ভাড়া ১৫ টাকা নিতে পারে। ওই খানে কাউকে বললেই আপানকে হোটেল চিনিয়ে দিবে। ১১।

জিরো পয়েন্টের গরুর মাংসঃ খুলনা ভার্সিটির রোড হয়ে গেলে জিরো পয়েন্ট থেকে সোজা চইলে যাবেন। ১-২ মিনিট হাঁটলেই হাতের ডান দিকে দেখবেন অনেক গুলা দোকান। তার মধ্যে নিউ চুকনগর হোটেল এ সোজা ঢুইকা পরবেন। চুই ঝাল দিয়ে রান্না করা গরুর গোস্ত মাত্র ৫০ টাকা পিস । খাসির গোস টাও খারাপ না।

আপাতত আর কোনও পপুলার খাবার এর কথা মনে আসছেনা। আসলে আপনাদের জানাবো ইনশাল্লাহ। আর কেউ অন্য কিছু জানলেও বলবেন আশা রাখি । খেয়ে ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুইলেন না !!! ভালো থাকবেন । একটাই তো জীবন।

না খাইলে পরে পস্তাইবেন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।